শ্রাবণের খেলা
অঞ্জনা মজুমদার
আজ শ্রাবণী ভরা পূর্ণিমাতে
চাঁদ ঢেকেছে মেঘের ছায়াতে।
মেঘের সাথে জ্যোৎস্নার লুকোচুরি
মজার খেলা দেখ রকমারি।
হঠাৎই নামে ঝিরিঝিরি বারিধারা
চাঁদের আলো ভেজায় ধরা।
প্রকৃতির এই অপরূপ ছেলেখেলা
মায়াসুরে আলো ছায়ার মেলা।
আকাশে বাতাসে ঝিরিঝিরি সুরে
মন খারাপের বৃষ্টি হাওয়া ঝরে।
শ্রাবণী বরষণে রোদ ভিজে যায়
পথ চেয়ে থাকি কার ভরসায়।
==============
অঞ্জনা মজুমদার
এলোমেলো বাড়ি
চাঁদপুর পল্লি বাগান
পোঃ রাজবাড়ি কলোনি
কলকাতা ৭০০০৮১
No comments:
Post a Comment