কবিতা ।। শ্রাবণের শরীর ছুঁয়ে ।। সুবীর কুমার ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। শ্রাবণের শরীর ছুঁয়ে ।। সুবীর কুমার ঘোষ

শ্রাবণের শরীর ছুঁয়ে

সুবীর কুমার ঘোষ 


শ্রাবণ ধারা নামে, শব্দহীন এক মন্ত্রের মতো,
পাতার ওপরে পড়ে আত্মজ উপলব্ধির ফোঁটা,
দিগন্ত আজ একটু ঝাপসা, যদিও সেটা কুয়াশা নয়।
গাছের ভেতর লুকিয়ে থাকে কোনো অতীত ইচ্ছা?

হাওয়া থেমে গেছে, শব্দ জন্ম নিচ্ছে মাটিতে,
পিঁপড়েরা কাদায় লিখছে কোনও নামহীন বার্তা,
নদী আজ পূর্ণ যৌবনা, তার গন্তব্য অজানা,
জল জমেছে দৃষ্টি জুড়ে, স্বপ্ন ভিজছে একা।

শরীর ছাপিয়ে মনে বৃষ্টি ঢুকে পড়ে,
ভিজে যায় দীর্ঘদিন চেপে রাখা ক্লান্তি।
ছাদের কার্নিশে কাক, নির্লিপ্ত জলের দিকে চেয়ে,
সে জানে, এই শ্রাবণও একদিন সরে যাবে।

বুকের ভেতর একটা নুড়িপাথর নড়ে ওঠে,
কে যেন বলে, 'এটাই প্রকৃতির সুন্দর রূপ।'
কথারা হারিয়ে যায় জলস্রোতের ঘূর্ণিতে,
শুধু ভিজে থাকা রয়ে যায়, নীরবে মধুর স্মৃতিতে।

******************

সুবীর কুমার ঘোষ
১৫০/১৩ নতুন গ্রাম রোড 
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!

No comments:

Post a Comment