কবিতা ।। স্বাগত বর্ষারাণী ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। স্বাগত বর্ষারাণী ।। সঞ্জয় বৈরাগ্য

স্বাগত বর্ষারাণী

সঞ্জয় বৈরাগ্য



ওগো বর্ষারাণী, তুমি এসো
গ্রীষ্মের তাপদগ্ধতাকে শীতল করতে
রুক্ষ, শুষ্ক ধরণীর বুকে।

তোমার প্লাবন ধারা বর্ষণে 
তৃণদলে হবে নব প্রাণ সঞ্চার
বৃক্ষ পাবে ফিরে সবুজত্বের অহংকার।

হে বর্ষা, তোমার আগমনে
জাগবে নতুন আশা চাষীভাইদের মনে,
ক্ষেত ভরবে নতুন ধানের ঘ্রাণে।
মরুপ্রান্তে ঊষর ভূমে
তুমি বর্ষণ করো জীবনের ভাষা
সবার প্রাণে জাগিয়ে তোলো নতুন ভালবাসা।
ওগো শুভ্রশীতলা বর্ষা, স্বাগত তোমায়
লেখক ও কবি মনের কল্পনায়,
তোমারই জয়গান হোক তাদের গল্প ও কবিতায়।

==============

সঞ্জয় বৈরাগ্য 
কৃষ্ণনগর, নদীয়া।



No comments:

Post a Comment