স্বাগত বর্ষারাণী
সঞ্জয় বৈরাগ্য
ওগো বর্ষারাণী, তুমি এসো
গ্রীষ্মের তাপদগ্ধতাকে শীতল করতে
রুক্ষ, শুষ্ক ধরণীর বুকে।
তোমার প্লাবন ধারা বর্ষণে
তৃণদলে হবে নব প্রাণ সঞ্চার
বৃক্ষ পাবে ফিরে সবুজত্বের অহংকার।
হে বর্ষা, তোমার আগমনে
জাগবে নতুন আশা চাষীভাইদের মনে,
ক্ষেত ভরবে নতুন ধানের ঘ্রাণে।
মরুপ্রান্তে ঊষর ভূমে
তুমি বর্ষণ করো জীবনের ভাষা
সবার প্রাণে জাগিয়ে তোলো নতুন ভালবাসা।
ওগো শুভ্রশীতলা বর্ষা, স্বাগত তোমায়
লেখক ও কবি মনের কল্পনায়,
তোমারই জয়গান হোক তাদের গল্প ও কবিতায়।
==============
সঞ্জয় বৈরাগ্য
কৃষ্ণনগর, নদীয়া।
No comments:
Post a Comment