কবিতা ।। স্বপ্নপূরণ না হলে জীবন মূল্যহীন ।। মিঠুন মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। স্বপ্নপূরণ না হলে জীবন মূল্যহীন ।। মিঠুন মুখার্জী

স্বপ্নপূরণ না হলে জীবন মূল্যহীন 

মিঠুন মুখার্জী 

আমার বাংলার শিক্ষক তারকবাবু
আমায় ডেকে একদিন বলেছিলেন ---
শুধু স্বপ্ন দেখলেই জীবনে কিছু হবে না, 
স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা কর্ম করে 
সেই স্বপ্ন দেখো যা তোমাকে ঘুমাতে দেবেনা, 
প্রতিনিয়ত তাড়া করে বেড়াবে লক্ষপূরণের জন্য।

আমি স্যারকে সেদিন শুধু বলেছিলাম ---
এই পৃথিবীতে কত মানুষ কঠোর পরিশ্রম করেও ব্যর্থ 
কেন স্যার? কেন তাদের স্বপ্নপূরণ হয় নি?
আমার বাবা-কাকাও একদিন অনেক পরিশ্রম করেছিলেন 
আজও তারা সংসারের জন্য কম করেন না।
তবে কেন তারা আশানুরূপ ফল পায় নি?
স্বপ্নপূরণ করতে এখন টাকা লাগে স্যার 
লাগে ক্ষমতাবানকে তেল দেওয়া ।
যোগ্যতার প্রকৃত মূল্যায়ন এখন হয় স্যার?

চুপ করে আমার সব প্রশ্ন শুনেছিলেন স্যার 
আমায় বলেছিলেন -- আমি জানি সব, তবুও চেষ্টা করতে হবে।
কথায় বলে--- চোরের সাতদিন  গৃহস্থের একদিন 
তুমি চেষ্টা করে হেরে গেলেও সে হারে লজ্জা নেই ।
চুরি করে চাকরি পেলে বিবেকের কাছে ছোট হয়ে যাবে। 
একটা চাকরি তোমার জীবন গড়ে দিতে পারে 
মানুষের কাছে তোমার কদর বাড়িয়ে দিতে পারে। 
টাকা ছাড়া এ জগতের সব কিছু আজ মূল্যহীন 
বাবা- মা প্রিয় মানুষটিও পাশে থাকবে না‌। 
তাই বলছি স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করো
এখন কষ্ট করলে সারাজীবনটা সুখ ভোগ করবে।
এখন ফাঁকি দিলে সারাজীবন আমার কথা মনে পড়বে।
এই জীবন বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না।
গরীবের জীবনকে সমাজ ডাস্টবিনের জঞ্জাল মনে করে 
গরীবের কোনো মূল্য নেই, নেই কোনো কদর‌।
একবেলা না খেয়ে থাকলে কেউ ডেকেও বলে না-- খেয়েছ?
অথচ টাকার কুমিরদের কদর ও মূল্য দেওয়ার লোকের অভাব হয়না।
যা করবে ভেবে করো মানুষ বড় বেইমান।

আমি সেদিন বুঝেছিলাম স্যার একেবারে সঠিক কথা বলেছেন 
তার জীবনের বাস্তব অভিজ্ঞতায় আমাকে শিক্ষা দিতে চেয়েছেন।
মানুষের জন্য জীবনপাত করলেও তাদের খুশি করা কঠিন 
যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি ভালো, না পারলেই মূল্যহীন ‌‌।
তোমার সারাজীবনের পরিশ্রম নিমেষে মূল্যহীন হয়ে যাবে 
তোমায় প্রশ্ন করবে-- তুমি আমার জন্য কি করেছ?

স্বপ্নপূরণ না হলে বাবা - মাও তোমায় ভরসা করবে না 
যে ছেলের আর্থিক সঙ্গতি আছে তাকেই বুড়ো বয়সের যষ্টি মনে করবে‌। 
টাকা ছাড়া জগৎ ফাঁকা, যতই বলি কিছুই সঙ্গে যাবে না।
যতদিন থাকব সম্ভ্রম নিয়ে  বাঁচতে হবে, কীটের মতো নয়
নিজের নামে বাঁচতে হবে অন্যের পরিচিত নিয়ে নয়।

আজ আমি চল্লিশ বছরের 
স্বপ্নপূরণ করতে না পারা একজন অবহেলিত মানুষ। 
স্যারের সেদিনের কথাগুলো আজও আমার মনে বড্ড বাজে
যেভাবেই হোক সময়ে স্বপ্নপূরণ করতে হবে, করতেই হবে,
নতুবা জীবন মূল্যহীন, আপন-পর কোনো তফাৎ থাকবে না।

-------------
                   
মিঠুন মুখার্জী
C/O-- গোবিন্দ মুখার্জী
গ্ৰাম : নবজীবন পল্লী
পোস্ট+থানা -- গোবরডাঙা
জেলা -- উত্তর ২৪ পরগণা
পিন-- 743252




No comments:

Post a Comment