কবিতা ।। উপগ্রহ অথবা গলগ্রহ ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। উপগ্রহ অথবা গলগ্রহ ।। আশিস ভট্টাচার্য্য

উপগ্রহ অথবা গলগ্রহ

 আশিস ভট্টাচার্য্য



আপনাকে কোটি নমস্কার স্যার, আপনাকে নক্ষত্র ভেবে ভুল করেছিলাম। আপনি আসলে উপগ্রহ অথবা গলগ্রহ আপনি চিরকাল।

অন্য কারো সুগন্ধে সুগন্ধিত হয়ে আপনি মাতিয়ে রাখেন চারপাশের সবাইকে আপনার চুম্বকিয় আকর্ষণে।

অন্য কোন নেতার দোর্দণ্ড প্রতাপের আলোয় আলোকিত করে রাখেন আপনার পরিবেশ যাতে সেই আলোয় সবাই মুগ্ধ হয়।

আপনার চোখে মুখে বাক্যে চালচলনে যে আগুন খেলে বেড়ায় তাতে পতঙ্গের মতো ঝাঁপ দেয় আমার মতো কত না সুন্দরী যুবতী।

একসময় আমরা আবিষ্কার করি আপনি আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমাদের নাগাল এড়িয়ে অন্য কোন রূপসীকে বশীকরণের জন্য ফাঁদ পাতেন।
আপনি আসলে উপগ্রহ অথবা গলগ্রহ।

=================
আশিস ভট্টাচার্য্য
শান্তিপুর, নদীয়া



No comments:

Post a Comment