যুদ্ধ নয় শান্তি চাই
দীনেশ সরকার
যুদ্ধ মানে ধ্বংসলীলা মানবতার ধর্ষণ
মিসাইল আর ড্রোনের হামলা বোমা-গোলা বর্ষণ।
দিকে দিকে শবের পাহাড় মৃত্যুর হোলি খেলা
ইতিহাসে সাক্ষী থাকে বর্বরতার মেলা।
যুদ্ধ হয় না জনহিতকর বিনাশ আনে ডেকে
যুদ্ধবাজরা চালান যুদ্ধ মেঘের আড়াল থেকে।
বাজে সাইরেন যাও বাঙ্কারে, রোজই নির্দেশ আসে
ভূখা শিশু পায় না খাবার, চোখের জলে ভাসে।
বাড়ছে দাপট যুদ্ধবাজদের বিশ্বের কোণে কোণে
শান্তির বাণী লুটায় ধূলায় কে কার কথা শোনে!
রাষ্ট্রসংঘের অস্তিত্ব আজ বড় প্রশ্নের মুখে
শান্তি বজায় রাখতে ব্যর্থ এই ধরণীর বুকে।
শান্তিকামী মানুষ যারা এসো আওয়াজ তুলি
গলা মেলাইএক জোট হয়ে দেশের বিভেদ ভুলি।
"যুদ্ধবাজরা দূর হঠো সব, থামাও মারণ যুদ্ধ
শান্তি সুধায় ভরুক বিশ্ব হোক সে পরিশুদ্ধ।"
**********************************************
No comments:
Post a Comment