কবিতা ।। লোকউৎসব নববর্ষ ।। মো. নজরুল ইসলাম
লোকউৎসব নববর্ষ মো. নজরুল ইসলাম চৈত্রের শেষে পয়লা বৈশাখ ফিরে যখন আসে, ধনী গরীব সকল লোকের মন খুশিতে ভাসে। সারা বাংলা উৎসব মুখর খুশির দোলা জাগে, সবাই মিলে পয়লা বৈশাখ মনের তৃপ্তি লাগে। পুরাতনের জীর্ণতা আজ আমরা যাবো ভুলে, নববর্ষের বার্তায় জীবন সত্য ন্যায়ের কূলে। মানবতার আবাদ করতে দৃঢ়তার বল মুখে, মিলেমিশে সোনার বাংলার সবাই থাকব সুখে। সার্বজনীন লোক উৎসবে অশান্তি যাক দূরে, বাংলার প্রতি ঘরে বৈশাখ আসুক বছর ঘুরে। #. কাব্যশ্রী মো. নজরুল ইসলাম গ্রাম - তিনচৌদিয়া ডাকঘর - পোমরা - ৪৩৬০ উপজেলা - রাঙ্গুনিয়া জেলা - চট্টগ্রাম বাংলাদেশ মোবাইল - 01743789740