কবিতা ।। মাতৃভাষা ।। ভারতী বন্দ্যোপাধ্যায়
. মাতৃভাষা . ভারতী বন্দ্যোপাধ্যায় . মাতৃভাষায় লিখবো বলে . খুঁজতে গেছি সাধের ভাষা . গঙ্গা পাড়ে পদ্মা পাড়ে . পার হয়ে সেই কাঁটার বেড়া, # . মাতৃভাষা দোলনা দোলায় . স্বপ্ন আঁকে শিশুর চক্ষে . মাতৃভাষা গড়িয়ে গেল . তিস্তা থেকে কপোতাক্ষে, # . মাতৃভাষা মায়ের গলায় . প্রথম শোনা গানের কলি . মাতৃভাষা মেয়ের হাতে . বর্ণমালা হাতে খড়ি., # . মাতৃভাষা আমার ভাষা . গঙ্গা পদ্মা ভাগীরথী . মাতৃভাষা উনিশে মে . একুশ তারিখ ফেব্রুয়ারি।। ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন