কবিতা ।। নতুন বছরে ।। পলাশ পোড়েল
নতুন বছরে পলাশ পোড়েল নতুন বছরে স্বপ্ন জেগে থাকে নোয়ার নৌকায় শীতের আড়তে, ইচ্ছে ডানার উড়ালে ভেসে রবি শস্যের খেতে। ভালোবাসার মিনারে চড়াবো তোকে হাতের মুঠোয় হাতটি ধরে, ঠোঁটের সব তৃষ্ণা মিটিয়ে নিস টিউলিপ কিছু জিনিয়া ছুঁয়ে ভোরে। সারাদিন কানামাছি খেলা....... উন্মুক্ত করে তরঙ্গের ঢেউ ঢেউ মেলা। নতুন বছরে কিছু বালিয়াড়ি এঁকে দিস সোহাগে সোহাগে আদরে, আমি আকুল হবো। আর কিছু চাইবো না.... অঞ্জলি দিয়েছি, হৃদয় ভরে। ************ পলাশ পোড়েল, কুলডাঙা হাওড়া- ৭১১৩০২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন