প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছড়া ভর্তি দাদু-দিদা
গোবিন্দ মোদক
এক আছে সতু কাকা খায় খুব পান,
মন খুশি হলে গায় কালোয়াতি গান।
এক আছে পুটু কাকি খায় ছোলা ভিজে,
রাগ হলে নিজেকেই গালি দেয় নিজে।
এক আছে ফুল জেঠু খুব বই পড়ে,
মাথা তার ভোঁভোঁ করে যদি ট্রেনে চড়ে।
এক আছে রমা জেঠি খক্ খক্ কাশে,
শীতকালে বড়ি দিতে খুব ভালবাসে।
এক আছে মেজোদাদু টাক তার মাথা,
ছড়া লেখে কাঁড়ি কাঁড়ি গোছা গোছা খাতা।
এক আছে বড়ো দিদা ছানি তার চোখে,
সারাদিন বাথরুমে বার বার ঢোকে।
এক আছে রাঙা দাদু মুখ খানা গোল,
দেখা হলে হেঁকে বলে আয় বাজা ঢোল।
এদেরকে নিয়ে আমি করি খুব মজা,
জেনে রাখো ভালোবাসি খাজা জিভে গজা।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন