নতুন সূর্যোদয়ের দিনে
সেই কবে স্বাধীন হয়েছে আমাদের দেশ,
তবুও আমরা স্বাধীন হলাম কই ?
স্বাধীনতা প্রকৃতার্থে একটি খুব দুর্বোধ্য শব্দ ,
যার অস্তিত্ব আছে ,কিন্তু প্রকৃত অনুভূতি
চির অধরাই থেকে যায় ।
ব্যক্তি পার্থক্যে স্বাধীনতার বিশেষতা
নিজেকে নিয়ে চালায় প্রকাশ্য -বিশ্লেষণ ।
আর আমরা আর পাঁচটা সাদা -মাটা মানুষেরা
স্ব -অধীনতার করি অন্বেষণ ॥
ঐ যে রাস্তায় চলেছে রক্ত -মাংসের প্রতিকৃতি ,
ওর কাছে স্বাধীনতার মানে
পরের দিনের জন্য নির্বিঘ্ন অন্নসংস্থান ।
কিশোরী স্বাধীনতায় খোঁজে
সংকটমুক্ত চলার সম্মান ।।
গভীর রাতে সমৃদ্ধ গৃহস্থ যখন দিনযাপনের
স্বাধীনতা উপভোগে সুখনিদ্রায় আচ্ছন্ন ,
তখন নিষিদ্ধ রুটের বাসে চেপে
বারবণিতা খোঁজে শরীরের বিনিময়ে
রোজগারের স্বাধীনতা ।
বৃদ্ধাশ্রমের অলিগলি আজ পাকাচুলের
মনস্তাপে ক্রন্দনরত ।
বলিরেখার ভাঁজে ভাঁজে জেগে ওঠে
আপনজকে পাওয়ার জন্য
স্বাধীনতার তাগিদ ।
স্বাধীনতার কাছে সময়ের দাবিদাওয়াও
কিছু কম নয় ।
তার কাছে স্বাধীনতা মানে -
ন্যায় -অন্যায় এর মধ্যে থাকবে পার্থক্য ।
সাদা -কালো মিশে হবে না একাকার ।
স্পষ্ট কথায় পেতে হবে না কষ্ট ।
বাকশক্তির স্বাধীনতার দাঁড়িপাল্লায়
অন্যপ্রান্তে চাপবে না দিবালোকের নির্বিচার ।
সত্যিটা সত্যিই হবে ,
মিথ্যের গলা উঁচু নয় ।
প্রতি মুহুর্তে তাড়া করবে না
অজানা একটা ভয় ॥
হয়তো সেদিন আসবে একদিন -
যেদি স্বাধীনতার সুখকে প্লাবিত করবে
নতুন আলোর দীপ্তি ।
মানুষ পারবে উপলব্ধি করতে
স্বাধীনতার তৃপ্তি ॥
********************
অমৃতা বিশ্বাস সরকার
ভাদুল ,বাঁকুড়া
সবখানেই কি আমরা স্বাধীনতা হীনতায় ভুগছি , কে জানে ??? আমি তো বলতে পারি না ।
উত্তরমুছুনOpurbo🌼❤
উত্তরমুছুনOpurbo🌼❤
উত্তরমুছুন