Featured Post

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর জয়দেব দাস আর কটা দিন পরেই দেখো           বছর ভ্যানিশ হলে, হুশ করে এক নতুন বছর           আসবে হঠাৎ চলে। কেউ কি তাহার হদিশ পাবে           কোন সাগরের পারে, এই বছরটা থাকবে কোথায়?          কোন ইতিহাস ধারে।  একেই বলে ভেল্কি বাজি          জাদুর খেলা বটে, নতুন বছর নতুন হয়ে        আসবে মাঠে ঘাটে।  আসবে ফিরে সেই ঋতু সব      আসবে ফিরে মাস গুলা, শুকনো পাতা ঝরবে ফিরে       ফুটবে পুনঃ ফুল গোলা। গাইবে পাখি, মিলবে ডানা,      বাঁধবে বাসা গাছ ডালে। বছর যাবে আটকাবে কে,      যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

তাপসকিরণ রায়ের কবিতা

মা, ডাকের আপ্লুত ঝংকার


যে বৃক্ষের তলে দাঁড়িয়ে তুমি প্রেম কথা বলো,
সেখানের রাঙাপথ কেন লাল হল জানো ?
একবার ভেবো--সেদিনের রক্তপথ আজের বিছানো কংক্রিট।
আজ নিশান্তে ঘুমিয়ে আছে স্বপ্নিল তরবারি,
আজ এই যে কবি তার জানালায় দাঁড়িয়ে
আপন ভাষায় অনর্গল তার স্বপ্ন রচতে পারে।
মা, ডাকের আপ্লুত ঝংকার, মনই তো জানে তার গভীর অনুরণন --
ভালবাসায় বসন্ত ফোটে, শূন্য কাঁটার গোলাপে রাঙে প্রেমিকাগাল !   
রক্ত শুকিয়ে গেলে বিবর্ণ শ্যাম--তারপর একদিন মাটি হয় খাঁটি,   
আসলে সে লালমাটি বিপ্লবের ইতিহাস বলে।
সে শহীদের রক্তধার আজও তোমার উঠোন
দেখো শোণিত ঘ্রাণ, নিকানো ন্যাতার  তলে  
মা'রা যে আজও সন্তানের শরীরঘ্রাণ পায়।      
লাবণ্যের নীচে এখনো রক্তলবন ঘ্রাণ, রক্তখার।
আপন রক্তে ওঁরা লিখে গেছে মাতৃভাষ, তোমাদের বুকে মাখা
বুৰ্বক হাতিয়ারী ভাষার ক্ষতচিহ্ন !
লৌহ ফলকে একদা ছিল শহীদের ভাষা নিবেদন।  
আজের ফেব্রুয়ারি তোমাকে স্মরি,  
মাতৃভাষায় ডাক দিয়ে, যাঁরা আর এলো নাকো ঘরে ফিরে--  

সেই বরকত, জব্বর, রফিকদের প্রতিকৃতি আজ নিজেরই হৃদয়ে ধরি।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল