Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয়  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সব... নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশ... নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু ঘোষ নববর্ষের কামনা ।। সুশীল বন্দ্যোপাধ্যায় বাঙালির নববর্ষ উদযাপনের ইতিহাস ।। পুষ্প সাঁতরা বর্তমানে বাঙালি জাতি ।। দুর্গাদাস মিদ্যা স্মৃতিকথা ।। ১লা বৈশাখে খুবই একলা যে আমি ।। বিশ্বন... বাঙালির নববর্ষ ।। নন্দা রায় পোড়েল পয়লা বৈশাখ বাংলার রূপ এবং বাংলার মুখ ।। সুবল সরদার হালখাতা - বাঙালিয়ানা ।। শ্যামল হুদাতী শৈশবের বাংলা নববর্ষ উৎযাপন ।। মিনতি ঘোষ শৈশবের স্মৃতির পহেলা বৈশাখ ।। শিউলী ব্যানার্জী (ম... নববর্ষ–আমার পিতৃতর্পণ ।। গৌতম ঘোষ-দস্তিদার বাংলা ভাষা ও নববর্ষ উৎসব ।।  দীপক পাল বাংলা বর্ষবরণ বরণ ।। তপন মাইতি এসো হে বৈশাখ ।। অনিতা মুখার্জি নববর্ষ ও প্রত্যাশা ।। সমীর কুমার দত্ত নববর্ষ ।। অর্পিতা মল্লিক নববর্ষের আনন্দ ।। মিঠুন মুখার্জী বাঙালি জাতিসত্তার বার্তাবাহক নববর্...

মুক্তভাবনাঃ শম্পা দাস

বর্ষবরণ



"ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা"

সত্যিই আমাদের ভারতবর্ষ পূর্ণ নিজ মহিমায় I এমন প্রাকৃতিক শোভা খুব কম দেশেই পরিলক্ষিত হয় I তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের পালা পার্বণ I প্রতিটি ঋতুতেই প্রকৃতি ফুলে, ফলে সেজে উঠে আপন রূপ, রস , গন্ধে  নানান ছন্দে I গ্রীষ্মে আম, কাঁঠালের সুবাসে মুখরিত হয় আকাশ , বাতাস  I প্রচন্ড দাবদাহে যখন প্রকৃতি ক্লান্ত হয় তখনই বর্ষা সুন্দরী সজীব সতেজ করে তোলে পৃথিবীর বাতাবরণকে I সকালের হৃদয়ই নেচে উঠে ময়ূরের ছন্দে I নবীন পত্র পল্লবে ভোরে উঠে ধরা I চারিদিকে শুধুই সবুজের সমারোহ I ধীরে ধীরে অতিবর্ষণের একঘেয়েমি আমরা কাটিয়ে উঠি আকাশের পেঁজা মেঘের আবির্ভাবে Iমাঠে মাঠে কাশ ফুলের সমারোহ দেখা যায় I সমীরণের আলতো ছোঁয়ায় তারা দুলে উঠে আনন্দে Iশিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস ভোরে উঠে I শরতের আগমন বার্তা আনে ওরা Iজগৎ জননী, মঙ্গলাময়ী দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয় সকলে I শরতের বিদায় বেলায় অনুভূত হয়, উত্তরে বাতাসের ঠান্ডা হাওয়া Iচারিপাশের প্রকৃতি ধীরে ধীরে শীতল হতে থাকে I শীতের আবির্ভাবে আমলকির বোনে বোনে নাচন লাগে I শীতের মনোরম আবহাওয়া সকলকেই বহিঃমুখী করে তোলে I দেশ দেশান্তরে ছুটে চলে মানুষ অজানাকে জানার সন্ধানে I কতকাল অতিবাহিত করে জ্ঞI ভান্ডার সমবৃদ্ধ করণে I তার সঙ্গে চলে লোভনীয় ভুরিভোজ I মাঘের ব্যঘ্রসম হিমানী যেতে না যেতে বসন্ত জাগ্রত হয় দ্ধারে I সেজে উঠে প্রকৃতি- কৃষ্ণচূঁড়া, পলাশে রঙ্গিন হয় ভুবন I দখিনা বাতাসে কৃষ্ণচূঁড়া মাথা  দোলাতে থাকে Iকচি পাতায় ভোরে উঠে গাছ গাছালি Iপ্রকৃতির এক অপরূপ শোভা পরিলক্ষিত হয় Iবিধাতা পুরুষ তার নিজ হস্তে অতি নিপুণতার সঙ্গে রাঙিয়া তোলে এই ধরাকে Iকনে দেখা মেঘেতে সোনা রং লেগেছে মনে হয় I বসন্তের শেষে গ্রীষ্মের প্রারম্ভের শুভক্ষণে আমরা মেতে উঠি বর্ষবরণ উৎসবে I অনেক আশা, আকাঙ্খা, ভরসা ভালোবাসা নিয়ে আমরা বর্ষকে বরণ করি নানান কাব্য , কবিতা গানের মধ্যে দিয়ে I নতুন করে সকলকে সঙ্গে নিয়ে শুরু হয় আমাদের পথ চলা নতুন ভাবে I

"এসো হে নবীন বর্ষ, এসো আজি অঙ্গনে ,
জীর্ণ , জটাজাল থেকে মুক্ত হোক ধরা এই আবর্তনে "

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল