Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

মুক্তগদ্য ।। রুচিরা দাস



মানদণ্ড Vs.রাজদণ্ড


 


অপরাধ
ততটাই সমানুপাতিক যতটা শৈশবপ্রসূত একটা ইচ্ছে, যতক্ষণ না অদৃশ্য একটা বারণ অন্তরায় হয়ে দাঁড়ায়। সমস্ত খেয়ালের উৎসকেন্দ্র একই হওয়া সত্ত্বেও তা সামাজিকভাবে আলাদা। অথচ, কে যে একটা একটা করে দাঁড়ি টানে তা অজানাই থেকে যায় মাঝে মাঝে। কোথায় শিকল আর কোথায় দিতে হবে শিরস্ত্রাণ তার মানদণ্ড কার হাতে? মনে আছে হীরক রাজার সেই অকপট শিকারোক্তি?

ভাল মন্দের বিচার করে কে?

-রাজা।

 

এবার প্রশ্ন হলো রাজাটি কে? যার হাতে মানদন্ড, সেই রাজা। আশ্চর্য ব্যাপার হল এই- যে সব রাজারা একই ছাঁচে গড়া। অথবা মানদণ্ড হাতে এলেই সব জল গড়িয়ে এক ঘটিতে গিয়ে পরে। রাজা হওয়া আর বিচারেরর মান তৈরীর মধ্যে একটা দারুন মজা আছে। কিছু বিচার হবে জনস্বার্থে আবার কিছু তাঁর ইচ্ছায়। এই যেমন চুরি ডাকাতি রাহাজানি খুনেতে যে বিচার তা সবার জন্য সমান। যদিও স্থান কাল পাত্র হিসেবে তা এদিক ওদিক হলেও হতে পারে। মানে ধরুন আপনি যদি হাড়হাভাতে ফুটপাতবাসী হন, আর বড়লোকের চাকার তলায় আসেন আপনি আহাম্মক। কে বলেছিল রাস্তাঘাটে পরে থাকতে? আবার এই আপনিই যদি বড়লোকের ব্যাটা হন আর কোন সাইকেলওয়ালা আপনার নুনছালও উঠিয়ে দেয় সেই আপনিই গর্জে উঠবেন- ধর, শালা শুয়োরেরর বাচ্চাটাকে।


এবার আাসা যাক বিচার অযোগ্য সেই সব অপরাধ যাদের অন-স্পট বিচার হয়।ফার্স্টট্র্যাক কোর্টের চেয়েও ফার্স্ট। এই যেমন ধরুন আপনি মেয়ে আর রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন মনের সুখে। আপনি বিপথগামী, অর্থাৎ ভ্রু কোঁচকানো চোখগুলো নিঃশব্দে আপনাকে বলতেই পারে গিল্টি গিল্টি, গিল্টি। আপনার শাড়ীর ফাঁক দিয়ে কটিদেশ দেখা যেতেই পারে, তা বলে জিন্সের ফাঁক দিয়ে দেখা যাবে কেন? অতএব, গিল্টি।

আপনি যদি ছেলে হন আর বৌ মরলে কাঁদেন, এটা আপনার মেয়েছেলেমি। বৌয়ের পয়সায় বসে খেলে ঢ়্যামনা, আর চাউমিন খেলে রেপিস্ট। পাড়ার বিল্টু, পল্টুদের সাথে মদ গিললে স্টাড আর মেয়ে বন্ধুরা থাকলে আপনি মাগিবাজ। অতএব- গিল্টি গিল্টি গিল্টি।

এবার ধরুন, সমুদ্রতটের গরম বালির ওপর শীতল সাগরকে গোড়ালি দিয়ে স্পর্শ করছেন, অথবা পাহাড়ের নরম কুয়াশায় শরীর ডুবিয়ে দিচ্ছেন। আপনার ইচ্ছা। আহা মনোরম সব ইচ্ছা।সেই আপনিই আর আপনার বান্ধবী আপনাদের সমস্ত মান্যতা নিয়ে আবিস্কার করতে চান একে অপরকে। এও তো আপনাদেরই ইচ্ছে। অথচ,কান পাতুন। এবারও উড়ে আসছে গিল্টি গিল্টি গিল্টি।

 

এবার এক ধাক্কা দিয়ে ফেলে দিন দেখি রাজাটাকে। মানদণ্ড গলিয়ে জাদুলাঠি বানিয়ে তুলে নিন হাতে হাতে। বলছেন জঙ্গলেরর রাজত্ব চলবে এবার? সেখানে বন্যতা থাকতে পারে, নৃশংসতা নেই। একই নদীতে ওরা জলও খায়, ঘাড়ও মটকায়। সুযোগই তো বাঁচতে সেখায় ওদের। সুযোগের সৎ ব্যবহার বলতে আপনি যা বোঝেন তা আসলে অসৎ ব্যাবহার। একটু ঢিল দিলে ভোকাট্টা হবার চান্স অনেক কম। একবার ইচ্ছের ভেতর সামাজিকতা বের করে ব্যক্তিত্ব ঢুকিয়ে দেখুনই না। অপরাধের পারদ নামলেও নামতে পারে।

আর না নামলে? "থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর" জীবনই তো বেঁচে এসেছেনই তাই বাঁচুন। অন্যকেউ এসে আপনার রাজার গলা টিপে ধরলে কমপ্লেক্সে কাটাবেন বাকিটা জীবন। এটাকেই তো আপনারা আদর করে নস্টালজিক বলে ডাকেন।


=============



 রুচিরা দাস

১০১। কানাগড়, আদর্শনগর

পোস্ট অফিসঃ ব্যান্ডেল

জিলাঃ হুগলী

পিন নং- ৭১২৩১২৩


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক