প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

স্নানের উল্লাসে তোমার অবিন্যস্ত খেলা
পোশাক খোলা তোমার কোমড়লতায় যে জঞ্জির বেড় কোথাও তো খুলে নাও সেই মন।
বয়সের ছাপ খুলে তোমার পদ্মভ্রমর খুঁজি,
আজও বিকেলতলিতে খুঁজে ফিরি
সে সব শৈশব।
সবুজ বিবর্ণ হলে, বিবর্ণ হলুদের মত
রংছুট সে সব বয়েস।
শ্যাম-শ্বেত ছায়ায় কখনও তোলপাড় ওঠে,
তারপর বিশ্রাম নিতে গিয়ে
আজও আকাশ দেখি, এক ঝাঁক পাখির মাঝে
কোনও বেজোড় পাখির পালকের ওমে
এক ঘুমসুখ খুঁজে ফিরি।
===============
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন