প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

আমি ভালোবাসি ভেসে যেতে
চিরকাল স্রোতের বিপরীতে ,
ঢেউয়ের ধাক্কা খেতে খেতে
পোক্ত হই জীবন যন্ত্রণাতে ।
যারা স্রোতের অভিমুখ চায়
হয়তো সোনার চামচে মধু খায় ,
যন্ত্রণায় কিভাবে চলতে হয়
কখনো কি অভিজ্ঞতা পায় ?
মোহনা থেকে উৎসের দিকে
হেঁটে চলা সত্যি ভীষন ফিকে,
একাকি এ মন গুমরে কেঁদে মরে
খাঁড়ির বাঁকে বদ্বীপের চরে ।
তবু ভালোবাসি ভেসে যেতে
খরস্রোতা নদীস্রোত বিপরীতে ,
সে চলায় এক অন্য অনুভূতি
সকলে পারে না সে আনন্দ নিতে।
------------------
মানস বন্দ্যোপাধ্যায়
গ্রাম -জগমোহনপুর, পোস্ট-হরিপুর
জেলা-হুগলী, সূচক- ৭১২৭০১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন