Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

মুক্তগদ্য ।। রঙ ঝরা বসন্ত বেলা ।। শেফালী সর


রঙঝরা  বসন্তবেলা

শেফালী সর


           আজ বসন্ত এসেছে  আমাদের  দ্বারে রঙীন সাজে।বসন্ত চিরকালই রঙীন।তার আগমনে রঙ ঝরে সবখানে মনে বনে কোণে।তার আগমন বার্তা  ঘোষণা  করছে দখিনা মলয়।তাই বিশ্ববাসীর  অন্তরে বাহিরে দখিনার দোলা।বনে বনে দখিনার ঢেউ লেগেছে।সে ঢেউয়ের  দোলে  দোল খায় মানবের মন দোল খায় সারা  প্রকৃতি।দখিনার দোলে  নরনারীর বিবশ হৃদয় এলোমেলো প্রলাপ বকেই চলেছে সারাবেলা।এই বসন্তে  রঙ ঝরে অন্তরে সেই  কারণে।প্রকৃতির এই  যৌবন  বেলায় মৌ ঝরে তার বনে বনে আর মৌ ঝরে যুবক যুবতীর মনে  মনে।রঙ লেগেছে বনে বনে জলে স্থলে সবখানে।সে রঙের  দোলায় দখিনাও খেলার  ছলে দোল দেয় শাখায় শাখায় নব পল্লবে দোল দেয় নবীন মনে।কী যে তার  মধুময় মন্ত্র!সে মন্ত্রে মুগ্ধ  জগতের  যত নরনারী,পশুপাখী,জীবকুল কীট পতঙ্গ সকলেই।সোহাগীর অন্তরেও বাজে একই সাথে প্রেম বিরহের সুর।

স্বপ্নে বিভোর বাঙালীর অন্তর মোহাবেশে গান গেয়ে  ওঠে সব লাজ ভুলে।বনে বনে মনে মনে এ এক মধুর  চঞ্চলতা যেন উদাসী মনকে পাগল  করে তোলে।তাই তো পাগল  বসন্ত চিরকালই ধরার কাছে  অমরার আনন্দধন।বসন্তের দোল লাগে রঙীন প্রেম বিরহের মধুময় আবেশে।রঙীন বসন্তের রঙ লাগে ফুলে ফুলে,রঙ লাগে কোকিলের কুহু কুজনে।সেই রঙ বসন্ত ঢেলে  দেয় বাসন্তী পূর্ণিমার চাঁদের গায়ে,রঙ লাগে  ফাগুনের  চাঁপা  বনে।বাসন্তী রঙ মেখে রঙ পিয়াসী ভ্রমর ভ্রমরী ও মক্ষিকারাও গুঞ্জরণে মাতিয়ে তোলে আর  দখিনার দোলায় দোল খেতে খেতে  আত্মহারা হয়ে পড়ে  কুসুম বনে।কার যেন  মনের  বেদন বাজে ফাগুনের  উতল হাওয়ায় হাওয়ায়।সে বেদন আমের  বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়।কোন অচেনার চোখের  আভাস দোলে  ঐ নদীর  কোলে ঢেউয়ের দোলে।

 বিশ্ববাসীর  অন্তরের আকুল আহ্বানে বসন্ত এসেছে মনের খোলা দখিন দুয়ার দিয়ে।বসন্ত এসেছে ঘন পল্লব পুঞ্জে বন মল্লিকা কুঞ্জে।পলাশ আর কৃষ্ণচূড়ার মঞ্জরীতে মৌ পিয়াসী বৌ কথা কও,পাপিয়া দোল দিতে  দিতে  মধু পান করে।বসন্ত তার  ফুলের  মেলায় শুকনো পাতার  খেলায় সাথী করে নেয় আপামর জনগণকে।রঙে রঙে আকাশ  রঙীন হয়ে  উঠেছে  তাই এতো চঞ্চলতা  মনে মনে। অশোক  পলাশ কৃষ্ণচূড়ায়রঙ ধরেছে  তাই তো দখিনা বনময় ছুটে বেড়াচ্ছে -মৌনতা কোথাও  নেই।তার হাসির আঘাতে  দিকদিগন্ত কেঁপে কেঁপে উঠছে যৌবন -চঞ্চলতায়।রঙের উজান  চলে মন-যমুনার কালো জলে।ময়ূর ময়ূরীও আবিরে রাঙা  হয়  এই  বসন্ত বেলায়।বনে বনে মনে মনে পাগল  বসন্ত এসে রঙ ছড়িয়ে  যায়  এভাবেই প্রতি বসন্তে।ফুল ফাগুনের  এই  মরশুমে বিশ্ববাসীর  মনে রঙের  ঝর্ণা ঝরে বনে বনে মনে মনে  চরাচরে।
 
-------------------:---------------------
 
                        শেফালি সর
                        জনাদাঁড়ি
                       গোপনাথপুর
                   পূর্ব মেদিনীপুর 
                       ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল