Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুচ্ছ


জন্মদিনে


পায়ে পায়ে অনেক দূর হেঁটে আসা হলো
চারিদিকে ইলেকট্রন কণা অমোঘ নিউক্লিয়াস
কত কত অমরকাহিনী নদী উপকূল আসমুদ্রহিমাচল
এবারো এই অতিমারির কালেও বন্দনা জেঠিমা
পাঠিয়েছেন মুগসামালি
আমাদের পাড়ার মজুমদার কাকীমার হাতে
যে না কচুর শাক খেয়েছে
তার জীবন ই  বৃথা,তিনিও পাঠিয়েছেন গরম গরম
আর চন্দননগর থেকে রাঙাপিসিমা পাঠিয়েছেন
এক টুকরি গোপালভোগ...
...
যার যেমন সামর্থ্য ,কেউ কাঁচা লঙ্কা
কেউ গন্ধরাজ লেবুর চারা
কেউ আবার সারপ্রাইজ, মেঝেতে শোয়ানো হাতপাখা
নীহারিকালোক থেকে মেজো মাসি পাঠিয়ে দিয়েছেন
আমার সবচেয়ে ফেভারিট পাটিসাপটা ..
...
খুব হালকা করে গান বাজছে আজ 
রবীন্দ্রনাথের গান
তুমি ডাক দিয়েছো কোন সকালে
কেউ তা জানে না ...
আমার শরীর উড়ে যাচ্ছে, পালকে ভর করে
ভালবাসার মতো হাওয়া আর মেঘ
আমার জীবনকে অশেষ করেছে
পর জন্ম বলে কিছু আছে অনিমেষ...



ফুটলো ছাতিম


অবিরল বৃষ্টির ধারায় মেঘ ভেসে যাচ্ছে
কে তুমি দীপাধার
শোনাও এখনও মেঘবালিকার গান
প্রতিবেশীর প্রতিবেশিনী ,ভাইয়ের বান্ধবী...প্রেমিকা

কে তুমি মহাকাল ?
সূর্যাস্ত থেকে কথা বলো 
চিবুকে জ্বলন্ত সূর্য, পোড়া ছাই
বুকে বাদামি তিলের আভা ...
...
আমাকে  ঘুমন্ত দেখে তুমিও কি ঘুমিয়ে পড়েছো শোকাকূলা ...সকাল সকাল...
দিশাহীন আমার ভেতরে তাই
ফুটলো ছাতিম ...
অবিকল মানুষের ভাষায় কথা বলে গেল
বোধ হলো আনন্দ ক্ষণিকমাত্র
তারপর দু:খের ছায়া
সেই ছায়া অন্ধকারে যদি মুখে এসে পড়ে
এইসব চিরকাল, অনন্ত গোধুলী তবে ...



শেকল বেঁধোনা


আমরা যখন লিখতে এসেছিলাম তখন
কেউ এসেছিল গ্রাম গঞ্জ থেকে পায়ে হেঁটে
কেউ বা এসেছিল সাইরেন বাজার পরপরই
কেউ এসেছিল সুরম্য রাজপ্রাসাদ ছেড়ে
কেউ এসেছিল চাকরি বাকরির অদম্য 
সুরক্ষাকে  লাথি মেরে
কখনো প্রেমিক
কখনো প্রেমিকাকে ছেড়ে গেছে একে অপরের
আজ এতদিন পরেও মনে হয়
কবিতা লিখতে এসে
সেই চায়ের টেবিলে গোল হয়ে বসা 
রাতের পর রাত,দিনের পর দিন
ঢেউ এসে মুছে দিয়ে গেছে বালিতে লেখা নাম
একথা জেনেও আমরা বলেছিলাম
আমাদের হাতে শেকল বেঁধোনা,প্লিজ ...


প্রেমিক প্রেমিকা


ভালবাসা ঠায় বসে থাকে প্রেমিকার অগম্য সিথিতে,প্রেমিক বোঝেনা
সে খোঁজে দেহ মন আশরীর একসঙ্গে অকুন্ঠ ভ্রমর
আর ঠিক তখনই নৌকা থেকে বৈঠা পড়ে যায়

আশেপাশে যারা থাকে তারা দেখে অন্ধকারে
জ্বলন্ত ফসফরাস...
ভালোবাসা ঠায় বসে থাকে
সিংহাসন থেকে একটু নিচে পাথরের উপর
করমচা রঙের হাত মেলে সে চায়
শুশ্রষা, লোকচক্ষু থেকে দূরে

এসব প্রেমিক বোঝেনা
সে শুধু চায় সর্বস্বত্ব, সসাগরা রসাতলে যাক
আদম ইভ রতিসুখে চূড়ান্ত আশ্লেষ ...


উৎকন্ঠা


সমতলে পাহাড়ে লোকালয়ে কঁাধে হাত রেখে
যদি কেউ বলে হয়তো‌ বাতাস কিংবা
পাহাড়ের রডোডেনড্রন
দেরি হলো কেন এত ?
কী জবাব দেবো,বলো _তখন থিরথির করে কাঁপে জল ও...পুরনো বেদনা ভুলিয়ে দেওয়া আরেক
বেদনার মতোই ছবি ও আয়নার মধ্যে তখন
উত্তাল সমুদ্র ঠিকই
বস্তুতঃ যা শরীরের, নগ্ন স্ফিত এবং মেকী...
রঙিন উৎকন্ঠা নিয়ে তবু জেগে উঠতে হয় প্রতিদিনই
দর্শন ও বিতর্কের মধ্যে
সমতলে পাহাড়ে লোকালয়ে
কাঁধে হাত রেখে আজীবন
...ফিরেছিস খোকন ?
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক