Featured Post
কবিতা ।। প্রবাহ ।। অঞ্জন বল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রবাহ
অঞ্জন বল
পরিশ্রুত জীবনকে ডেকে নিয়ে বলি --
এবার এসো অতীত গ্লানি মুছে ফেলি
আবাহন করি আগামী বসন্তকে ।
সব কি মুছে ফেলা যায়
যা কিছু চিরন্তন ?
কবচে থেকে যায় জড়ানো শ্রুতি --
জমানো ইতিহাস ।
কতবার নীড় ভেঙে গেছে ....
পুড়ে গেছে সব সুখ ছাই হয়ে .....
আতপের ঘামে গন্ধগোকুল হেঁটে গেছে
নদীর এক তীর ক্ষিদে নিয়ে ,
কতবার সূর্যের তাপ খেয়ে খেয়ে
সন্ধ্যা নেমেছে গভীর পৃথিবীর
হরিৎ বাথানে ,
নক্ষত্রের সাথে ক্ষরিত আলোতে
চাঁদ সওদাগর ভাসাছে ভেলা
সারারাত ধরে।
প্রতিদিন সেঁজে উঠি সবুজে আর
কমলা প্রলেপে ,
জলোচ্ছাসে ভেসে যাবো জানি
তবুও আজন্ম পিপাসা বুকে ধরে রাখি ।
অতীত যে চিরসখা --
ফিরে আসে বার বার বয়সের হাত ধরে ,
ঋণ রেখে যায় মাটির ধুলোতে
যেখানে তৃণবেলা কেঁটেছে আমার ।
একটু ধীর অলসে বয়ে যাক নদী
একটু বিনোদন , আলাপ খুনসুটি ....
আড়ালে বসি ছায়া হয়ে ,
ওপারের ঘাট বড় মায়াময় ....
বাতাসে কুয়াশার আদিম হাতছানি ....
প্রবাহে নাড়ির টান মোহনার দিকে ।
বিস্তর আজীবন কাল কেঁটে গেছে
ঘুমঘোরে ,
ঋতুরা ফিরে গেছে বারে বারে
কখনো পলাশ হয়ে ফুঁটেছে
কখনো শেফালী হয়ে ঝরে গেছে ।
ফিরে যাবার দৌত্য এখন প্রবাহে
গোপন উৎস্রোত প্রাচীন বৃক্ষের পাঁজরে ,
নীলাভ আকাশে মেঘেদের জলছবি
অপার সিন্ধু সফেন ....
পৃথিবীর সব ডাঙা ডুবে গেছে আজ
দিনান্তে এসে ।
********************************
অঞ্জন বল
ইস্টার্ন পার্ক , সন্তোষপুর
কলকাতা - ৭৫
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
মাসিক নবপ্রভাত ব্লকজিনকে ধন্যবাদ ।
উত্তরমুছুন