
ভুলি কেমন করে
অশোক দাশ
ভুলি কেমন করে!
আবছা শৈশব
না পাওয়ার বেদনার দিনগুলি
ছিল না লাট্টু লতি, পেটকাটা রঙিন ঘুড়ি
শুধু চেয়ে- চেয়ে দেখে -দেখে
কেটে গেছে কিশোর বেলা।
ভুলি কেমন করে!
উপোসী জঠরে ভুট্টা- মাইলো -জবের আটা
একটা পাকা তাল ভাগ করে ক্ষুন্নি নিবৃত্তি।
মাকড়সার জালে ভর্তি ভাতের হাড়ি
বাতাসের ঘ্রানে ভাতের গন্ধ
গরম ভাত অধরা।
ভুলি কেমন করে!
আতঙ্কের অন্ধকার দিন
পথে-ঘাটে ধান ক্ষেতে মানুষের রক্তাক্ত লাশ
দাউ -দাউ করে জ্বলছে স্কুল বাড়ি
লেলিহান অগ্নিশিখার কালো ধোঁয়ায়
ঢাকা সুনীল আকাশ।
ভুলি কেমন করে!
জরুরি অবস্থার কালাকানুন
নিষিদ্ধ রবীন্দ্র -নজরুল -শরৎ -সুকান্ত।
স্বাধীন মত প্রকাশ সোচ্চারে নয়
প্রতিবাদ ফিসফাস
ছাই চাপা আগুনে বিস্ফোরণ
ছিন্নভিন্ন অত্যাচারী আগ্রাসন।
ভুলি কেমন করে!
দিন বদলের ইতিহাস
আমূল ভূমি সংস্কার ,গ্রামে গ্রামে কর্মযজ্ঞ
দাসত্বের অবসান, উন্নত শীর
মানুষের অধিকার ফিরে পাওয়ার সম্মান
শিক্ষায় গণজাগরণ
যৌবনে জোয়ার বান
শিল্প সংস্কৃতিতে নব আলোড়ন
ঝড়ে ভাঙা শাখা-প্রশাখায়
পল্লবীত কিশলয়, ফুলে ফলে বিকশিত সৌরভ।
ভুলি কেমন করে!
বিকৃত বিবেকের ষড়যন্ত্রে,
ক্ষমতার লোভে, অশুভ শক্তির সম্মিলিত প্রয়াসে,
একটা স্বপ্নের অপমৃত্যু।
সত্যকে মিথ্যার মোড়কে মানুষকে বিপথে চালিত।
ভুলি কেমন করে!
অহং বোধে উন্মত্ত স্বৈরাচারী শাসকের
গণতন্ত্রের কণ্ঠরোধ।
উন্নত মস্তক পদানত
ভিখিরির একই লাইনে ধনী-নির্ধন ।
প্রতিবাদ প্রতিরোধের লাইন ক্রমশঃ দীর্ঘায়িত
জাগরণের মহামন্ত্রে ঘটবেই নব উত্তরণ
তমসার আধার শেষেই তো ভোরের সূর্যোদয়।
=============
অশোক দাশ
ভোজান ,রসপুর, হাওড়া ,পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন