'চুরুলিয়ার ছেলে'
মাতৃভাষা কোনটা!!
মা অনেকগুলো ভাষা জানতেন
বাঁশবনের ভিতর দিয়ে দেখা,
লিখতে গিয়ে বমি আসে,
ভাবতে গিয়ে চোখদুটো লুকিয়েছে পরিচয়পত্র
খনির ভিতরের আগুনে পুড়ে ততক্ষণে ক্লাসিক
স্বপ্ন সত্য হওয়ার অপেক্ষায় বেধড়ক পাগলামি
ভাষায় মাৎস্যনীতি, কোমরে বাঁধা খালুই;
ভুল মডেল মাঝরাতে সার্বিক উৎসাহে ইতি টানে
সশরীরে যাওয়া হয় না কবিতা সন্ধ্যায়
কে বলে দেবে জীনগত শ্রোতা কি শুনতে চায়!
বিকিয়ে যাচ্ছে মঞ্চায়িত নাটক
আন্দোলন আর চর্বিত ভাষা
প্রত্যয় নির্দেশক খোঁজে আনাচেকানাচে
মানানসই উচ্চাঙ্গসংগীত,যুক্তির রিভিউ
সবটাই জলের উইল,ভেজাল উদারতা!!
কাউকে দেওয়া যাবেনা, চাওয়া যাবেনা
কেবল মুখ গুঁজে মোটা সংকলন থেকে বোঝা
গঙ্গা - পদ্মায় বিভক্ত আমি কারাগার চিনি
কোমায় আছি,তবু বুঝি ধর্ম ধর্ম খেলা;
ভাষা মানে জলবিভাজন ।
উচ্চতা দেখাও,চোখে আঙুল দিয়ে
রোজ ডালভাত খাওয়া মুখ
সংঘহীন নিভৃতের কবি
একশিলা দেবতাকে কাউন্টার ব্যালেন্স শেখাচ্ছি রোজ
শ্যামাও এখানে আজান দেয়,
বিকেলে যে ঝড় হওয়ার কথা ছিল সেটাকেই মুখ্য করার চেষ্টায়
দীর্ঘ তার ভিতর প্রতিধ্বনি ।
ওরা বিষক্রিয়া করে,ভোট আসছে
তাই ঈশ্বর ভাঙছে শুনি ।
বসন্ত ছন্দবদ্ধ হতো এসময়, নষ্ট হয়ে যাওয়া নথির মতো আমি ।