কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী
হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে নিয়ে এসো তুমি আজি এ।