দেবী সরস্বতী
হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী |শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় |এটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত |
হিন্দু শাস্ত্র মতে সৃষ্টি কর্তা বা ঈশ্বর হলো পরমব্রহ্ম |আর এই পরমব্রহ্ম আসলে ব্রহ্মা-বিষ্ণু -মহেশ্বরের মিলিত রূপ |এই পরমব্রহ্ম যখন সৃষ্টি করেন তখন তার নাম ব্রহ্মা|যখন তিনি পালন করেন তখন তার নাম বিষ্ণু |যখন তিনি বিনাশ করেন তখন তার নাম শিব বা মহেশ্বর |প্রকৃত অর্থে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আলাদা কোন সত্ত্বা নয়, এগুলো কেবল তিনটি নাম এবং এই তিনটি নাম পরমব্রহ্ম বা ঈশ্বরের তিনটি কার্যকরী রূপের নাম মাত্র |
কোন কিছু সৃষ্টি করতে লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হলো নারী ও পুরুষের মিলন ছাড়া কোন কিছুই সৃষ্টিকরা যায় না |ব্রহ্মার নারী শক্তি হলো সরস্বতী, এর অর্থ হলো সরস্বতীই ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই তো পরমব্রহ্ম বা ঈশ্বর, অর্থাৎ সরস্বতীই পরমেশ্বর বা ঈশ্বর|
দেবী সরস্বতীর সাথে থাকে রাজহাঁস|রাজহাঁসের এমন বিশেষ ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের মধ্যে থেকে সে শুধু দুধ শুষে নিতে পারে |কেবল ক্ষীর টুকু গ্রহণ করে অপ্রয়োজনীয় অংশ ত্যাগ করে সে |সরস্বতী শিক্ষার্থীকেন্দ্রিক পূজা |সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে শিক্ষাথীকে রাজহাঁসের ন্যায় শুধু ভালো টুকু শুষে নিতে হবে এটাই কাম্য |
সরস্বতীর এক হাতে থাকে বীনা |প্রত্যেক ছেলে মেয়েই কোন না কোনো প্রতিভা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহন করে |প্রকৃতির এটাই নিয়ম |প্রকৃতির এই নিয়মকে হিন্দু ধর্ম স্বীকার করে |দেবী সরস্বতীর হাতের বীনা সেই হিন্দু ধর্মের শিল্পকলারই প্রতীক |
সরস্বতীর অপর হাতে থাকে পুস্তক এবং সরস্বতী পূজায় বিভিন্ন পাঠ্যপুস্তকদিতে হয় এটাই রীতি |পুস্তক যে জ্ঞানের আশ্রয় এটা তো আর নতুন কোন কথা নয় |
দেবী সরস্বতীর কাঠামোয় দেখা যায় পদ্ম ফুলের উপরে বসে আছেন দেবী |পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক |প্রত্যেকের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে দেবীর কৃপায় |
দেবী সরস্বতী নারীমূর্তি, আরও ভালোভাবে বললে মাতৃমূর্তি |এর কারণ সুন্দর ভাবে ব্যাখ্যা করা যেতে পারে |পিতার চেয়ে মায়ের কাছে কোন কথা খুব সহজে বলা যায়, খুব সহজে কোন কিছু চাওয়া যায় |সরস্বতীর পূজারীরা সাধারণ ভাবে শিশু বা বালক -বালিকা |এরা খুব সহজে নিজের মনের কথা, নিজের চাহিদার কথা দেবী মায়ের কাছে জানাতে পারে |সেই কারণেই সরস্বতীকে কল্পনা করা হয়েছে মাতৃ রূপে |
আধুনিক যুগে পৃথিবীটা যতই ব্যাস্ত হয়ে উঠুক না কেন আজও শীতের সকালে কাঁচা হলুদ গায়ে মেখে শিশু কন্ঠে উচ্চারিত হয় শ্রী শ্রী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র - প্রণাম মন্ত্র |
-----------------------------------------------
সুদর্শন মণ্ডল
মদনপুর, নদিয়া
8293185177(হোয়াটস্যাপ )