Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

আত্মার আত্মকথা ।। সৌরভ ব্যানার্জ্জী




          আত্মার আত্মকথা


আজ পাঁচ বছর হয়ে গেল আমার মৃত্যু হয়েছে। একলাই বেশ গরজে কাটছিল। হঠাৎ সেদিন বিকেলের আড্ডায় প্রসঙ্গ উঠলো পরিবারের। খুব জোর গলায় বলেছিলাম'আমাকে এখনো পর্যন্ত আমার বাড়ির লোকজন মনে রেখেছে,তারা ভুলতেই পারে না, হয়তো এখনো সেই; সেই শোকসভার আয়োজন করা হয় বাড়িতে।মা, বাবা, ভাই সবাই মনে রেখেছে এবং সর্বোপরি আমার মা;সে কখনোই আমাকে ভুলতে পারে না,কখনোই না।'উত্তরে যমরাজ জানিয়েছিলেন'বড়ই ভুলো মন এই মানুষের।সবাই সবসময়ই ব্যস্ত,কেউ বেশিদিন কারো প্রতি শোক প্রকাশ করার সময় পায় না।'
              বড় রাগ হল আমার বললাম'আমি কুড়িটি বছর ওদের সঙ্গে কাটিয়েছি এ বিষয়ে আপনার থেকে আমি ভালো জানি।'
-যমরাজ বললেন'ঠিক আছে তাহলে প্রমান দাও!'
-'কীরকম প্রমান চান বলুন?'
-'আচ্ছা তোমার ধারণা যে ভ্রান্ত তার প্রমান যাতে তুমি পাও তার একটা সুযোগ করে দিতে পারি।'
-'তা কীভাবে হবে?'
-' তোমাকে আমি আবার সেখানে পাঠাবো........
-'সত্যি বলছেন?'
-'তবে মানুষ হয়ে নয় হাওয়া হয়ে।'
-'বেশ তারপর।'
-'গিয়ে দেখো আর যদি শেষ দিনের মতো পরিস্থিতি কারো মনে পাও তাহলে তোমাকে আবার আমি সেই মানব করে তুলবো।'
-'আচ্ছা বেশ! আমি রাজি।'
-'ঠিক আছে পরের সপ্তাহে ঝড়ের সঙ্গে তোমায় পাঠাবো তৈরী থেকো।'
              মনে আনন্দের আর বাঁধ মানলো না। কথাটা আমাকে দারুন নাচাচ্ছে।কেউ না কেউ তো ঠিকই মনে রেখেছে, কারো মনে তো শোক নিশ্চয় আছে।অতএব আবার সেই যাত্রা শুরু হবে;যেখানে থেমে ছিলাম সেখান থেকেই শুরু করবো, পূর্ণ হবে আমার সেই অপূর্ণ স্বপ্নগুলো। মনে মনেই একটা তালিকা বানিয়ে ফেললাম কী কী করবো।
              অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ হাজির।যমরাজ বললেন'যাও চলে সেই ফেলে আসা মাটিতে যাও, তোমার যাত্রা শুভ হোক,এই কামনা করি।'অশুভ লোকের মুখে শুভ কামনা শুনতে কেমন বিচ্ছিরি লাগে। জীবনের চাহিদার কাছে এটা অতিব তুচ্ছ।যাক সে কথা। আমার যাত্রা শুরু।আস্তে আস্তে আমি নামছি,শূন্য থেকে আকাশ ভেদ করে পৃথিবী ভেদ করে।কী অপরূপ দৃশ্য,ওপর থেকে কী অদ্ভুত সুন্দর লাগে জগৎটাকে।সব ম্যাপ ভেদ করে আমার গ্ৰামের মাটিতে পা রাখলাম। খুব একটা পরিবর্তন ঘটেনি,সব যেন একই আছে।
               দৌড়ে গেলাম বাড়ির দরজার সামনে গিয়েই যেন বুক দমে গেল।বাড়ির পরিবর্তন ঘটেছে। মাটির কামরাগুলো ভেঙে বানানো হয়েছে পাকার,আর সেই দরজা দিয়েই সাইকেল নিয়ে বেরিয়ে এলো আমার সেই ছোট্ট ভাইটা।না,আজ আর ছোট নেই, অনেক বড় হয়েছে সে।আসছি বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল।আজ আর তাকে স্কুলে যাওয়ার সময় এই দাদার খোঁজ করতে হয় না, দুপুরে শুয়ে হয়তো গল্পও শুনতে চায় না,বাইনা ধরে না আর কালীপুজোর বাজি কিনে দেওয়ার জন্য।সবই হয়তো ভুলে গেছে। কই কোনো শোকের চিহ্ন তো নেই তার মধ্যে। চোখে জল এল,সে জল শুধু আমারই। বাড়ির ভেতরে ঢুকলাম দেখলাম বাবাকে।একই আছে, শরীরটা বোধ হয় একটু বেশি নুয়ে পরেছে।খেলা দেখার অভ্যাস এখনো আছে।বাঁহাতে চায়ের কাপ আর ডান হাতে টিভির রিমোট।চশমার পাওয়ার বোধ হয় একটু বেরেছে।এখন আর আমাকে চ্যানেল খুঁজে দিতে হয় না,লিখে দিতে হয় না খাতায় চ্যানেলের নম্বর।নিজে নিজেই শিখে গেছে সব।সে সব তো ঠিক আছে কিন্তু শোক কোথায়, কোথায় কান্নার বিলাপ।রেগেই বেরিয়ে এলাম টিভির ঘর থেকে। রান্নাঘরে দেখা হল কাকিমার সঙ্গে, মাছের ঝোল বানাতে ভয়ানক ব্যস্ত।এখন আর ডাক পরে না আমার বাজার থেকে এটা ওটা আনতে। প্রতিদিনের খুনসুটি বোধ হয় আর হয় না।এখন খানিকটা গম্ভীর দেখায় কাকিমাকে।তারও মনের ভেতর দেখলাম কই শোকের তো কোনো চিহ্ন নেই।মন দেখে মনটা টুকরো টুকরো হয়ে গেল।
             এগিয়ে গেলাম মন্দিরের দিকে।সেখানে পেলাম মাকে। আটপৌরে শাড়ি পরনে চোখে জল,হাতে সন্ধ্যাপ্রদীপ। হ্যাঁ এখানেই আমার একটু উপস্থিতি লক্ষ করলাম।দেখো সবাই দেখো মা আমার ভোলেনি, আমাকে ঠিক মনে রেখেছে কিন্তু সেটাও খনেকের জন্য তারপরই সব উধাও। এখন বোধ হয় আর সকালে কপালে চুমু দিয়ে কাউকে ডাকে না;সাজিয়ে রাখেনা বই এর আলমারি,খেলার সরঞ্জাম। কোথায় সেই শেষ দিনের শোক, তোমরা সবাই একটু কাঁদো না আমি একটু শান্তি পাই,একটু স্বস্তি পাই; তোমাদের চোখের নীচে থাক কালো দাগ, গালে থাক চোখের জলের চিহ্ন, আমি শান্তি পাই।
                অবশেষে মনে পরলো আমার প্রেয়সীর কথা। সেখানে গিয়ে দেখি তার এখন দায়িত্ব বেড়েছে,অন্য একটা বাড়ি,অন্য কিছু লোকজন।তার এখন আর আমাকে নিয়ে ভাববার সময় নেই,প্রয়োজন নেই আর ফোনের অপেক্ষার। না কই এখানেও তো শোকের চিহ্ন মাত্র নেই। খুব রাগ হল আমার সবার ওপর। পাঁচ বছর এমন কী সময় যার মধ্যে সবাই আমাকে ভুলে গেল।আজ এদের আনন্দে আমার ভয়ানক কষ্ট হচ্ছে।
              বুঝলাম পিছুটান পরেছে।সময় শেষ, ফিরে যেতে হবে। সেই ভালো আমার থেকে যেমন তারা বিচ্ছিন্ন হতে পেরেছে ঠিক তেমনি তাদের থেকে আমারও বিচ্ছিন্ন হওয়ায় শ্রেয়। ফিরে গেলাম আবার সেখানে।যমরাজ আমার দিকে তাকিয়ে একটু হেঁসেছিল মাত্র।
              "সময় খানিক জীবন ক্ষনেক 
              উর্দ্ধশ্বাসে ছোটাছুটি,
              চাহিদা মেটায় কতই না অর্থব্যয়
              ভাগ নিয়ে লুটোপুটি।
              কতজন আসে কতজন যায়
              হিসাব কার কাছে,
              আজ মানুষ-মানুষ বিচ্ছিন্ন হলে
              মানুষই যেন বাঁচে।।"






ঠিকানা:
সৌরভ ব্যানার্জ্জী
লেক গার্ডেন্স, কোলকাতা-৭০০০৩৩
            চলভাষ নম্বর-৯০০৭৫১৪৪১৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল