Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

সরস গদ্য ।। তরুণ প্রামানিক


আলুর আমি আলুর তুমি আলু দিয়ে যায় চেনা


ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুরা ! তোমাদের সাথে আজ আমি একটু আলুগিরি করতে এসেছি। ইয়েস কালিদা ঠিকই শুনেছেন-আলুবাজি নয়,নির্ভেজাল আলুগিরি।

স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকটা ব্যাচেলারের লাইফে-ই আলুর সাথে সখ্যতা সময়ের সাথে সাথে এক ধ্রুপদী পর্যায়ে পৌঁছে যায়। সে সময়ে আলু এক বিচিত্র টাইপের ছায়া সঙ্গী হয়ে  ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে জীবনের সঙ্গে। ছাত্রাবস্থায় কিম্বা ঘর ছেড়ে ভিন দেশে পড়ে থাকা চাকরি রতবস্থায়, সদা সর্বত্রই জয় জয়কার সেই আলুর-ই। যেমন ধরুন দুপুর বা রাতে খাবো কী ? ... তাই ভাতের সাথে আলু সেদ্ধ, আলু ভাজা, সরসের তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে আলুর বাটি চচ্চড়ি, আলুর সাথে মাখা ডিম সেদ্ধ, কিম্বা বিশেষ বিশেষ দিনে আলুর সাথে কষা মুরগীর মাংস। আলুর সাথে আলু, আলু, আলু আর আলুউউউ। বলতে গেলে আলু ধ্যান আলু জ্ঞান আলু চিন্তা মণি,আলু ছারা আমি যেন এট সেটরা... এট সেটরা ।

শ্রীমান আলু বাবাজি আবার ধনী নির্ধনের প্রকারভেদ মানেন না। সবার গৃহেই অবাধ যাতায়াত তার। গরীবের পাতে আলু ভাতে, মধ্যবিত্তের টেবিলে আলু ভর্তা, ধনীর প্লেট পটেটো স্মাশ উইথ ফ্রাইড অনিয়ন রূপে প্রকট হন তিনি। ঠিক একই ভাবে অ্যালুমনিয়ামের থালায় আলু ভাজা, পার্কে প্রেমিকার নরম হাতে পটেটো চিপস্ ও কেএফসিতে ফ্রেন্চ ফ্রাই- একই অঙ্গে প্রায় ভিন্ন ভিন্ন রূপ তার। 

বিবাহিত জীবনেও এসে দেখা যায়, দেশ কালের গণ্ডি পেরিয়ে সেই একই ভাবে সর্বত্রই সতত বিরাজমান তিনি। এক কথায় তাই আলু হলো এক গর্বিত শর্করা। এই আছি অথচ নেই, মানে মানে সবার সাথে মিশে যাওয়ার এক অপূর্ব রসায়ন আছে তার মধ্যে। শুক্ত থেকে শুরু করে আদা জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোলে, কিম্বা মাছের মাথা দিয়ে লোভনীয় ছ্যাচড়া থেকে শুরু করে নিরামিষ লাবড়ায় অবাধ বিচরণ তার। তাকে আবার সঙ্গত করতে মাঠে নেমেছে মেটে আলু, রাঙা আলু, জাম আলু ইত্যাদি তার অন্যান্য জাত ভায়েরা। তাই বাঙালির খাদ্য তালিকায় সস্তায় পুষ্টিকর বলতে এই আলুর বিকল্প আর কিছুতে নেই। গোলটা বেঁধেছে ঠিক এই এখানেই।

তাকে যথা যত সন্মান না দিয়ে, বাজার থেকে কিনে এনে অন্ধকার ঘরের কোণে আমরা তাকে ঢেলে রাখি অনেকটা প্রায় অবাঞ্ছিতের মত। কখনো কখনো নতুন নয় বরং ছেঁড়া বা বাতিল হয়ে যাওয়া বাজারের ব্যাগটি জোট তার কপালে। অন্যান্য সবজিরা তাকে বুড়ো আঙুল দেখিয়ে ড্যাং ড্যাং করে বাড়ির ফ্রিজে ঢুকে গেলেও বিন্দুমাত্র তাতে স্থান হয় না তার কখনোই। কপালে জোটে চরম লাঞ্ছনা। আবার ফি বছর শীতে নতুন আলু বাজারে এলে, কান ধরে অপমান করে পুরাতন আলু কে বারকরে দেওয়া হয় বাড়ি থেকে। ফেলে দেওয়া হয় আবাদি জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করতে। আলুর জন্য এ এক বিশাল অপমান। এতো দিন যা মুখ বুজে সহ্য করছিল তারা।
 
এই অপমানের মুতোর জবাব দিতে বঙ্গের আলুরা এবার বিদ্রোহ করেছে। রাস্তায় চলা ফেরা কমিয়ে দিয়ে একে একে সবাই মজুত খানায় ঢুকে গেছে হাটি হাটি পা পা করে। বাজারে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এখন তারা আড়ালে বসে দেখছে আর মুখ টিপে টিপে মুচকি হাসি হাসছে। ভাব খানা এমন তরো যে-দেখ কেমন লাগে !

তাই প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী সেনসেক্সের সূচকের মত বেড়ে চলেছে আলুর দর। ২০, ২৫, ৩০, ৩৫ ছেড়ে ৪০ ছড়িয়ে এবার ৫০ এর দোর গোড়ায় দাঁড়িয়ে ইতিহাসের প্রায় সর্বচ্চো দামে বিক্রি হয়ে বেড়েছে তার সন্মান। আমি বাজারে দাঁড়িয়ে আলু কিনবো না পিয়াঁজ কিনবো তা ভেবে ভেবেই ঘেমে নেয়ে একসা হয়ে প্রায় খালি হাতে রোজ রোজ বাজার থেকে ফিরে এসে তেনার মুখ ঝামটা শুনতে বাধ্য হচ্ছি।

ও দিকে গোলমোটল পটেটো এসোসিয়েশনের দাবিটা খুব সঙ্গত। পান্তা ভাত আর আলু সেদ্ধ'র সেই বস্তাপচা কম্বিনেশনটা ভেঙ্গে তাদের স্ট্যাটাসটা একটু উপরের দিকে তুলে দিতে হবে। তাদের স্লোগান- 'বেশি বেশি ভাত খান,আলুর উপর চাপ কমান।'

 দফা দুই, এক দাবি।













মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল