Featured Post

কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী

হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী  নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে  সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি  পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে   নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে  বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে  নিয়ে এসো তুমি আজি এ।

বৃষ্টি দিনের ছড়া ।। গোবিন্দ মোদক


বৃষ্টি-দিনের ছড়া 

গোবিন্দ মোদক 


মাঠের শেষে মেঘের বাড়ি ধূসর রঙে আঁকা, 
বর্ষা এলেই মেঘ-ময়ূরে মেলে পেখম পাখা ! 

সূর্যটাকে আড়াল করে -- যেই না মেঘ হাসে, 
পশ্চিমে ওই রামধনু রং সাজতে ভালোবাসে ! 

মেঘের মেয়ে মাদল বাজায় গুরু গুরু গুরু, 
তাইনা শুনে দামাল হাওয়ার পেখম মেলা শুরু ! 

টাপুর টুপুর বৃষ্টি তখন --- নৃত্যাঙ্গনে আসে, 
আকাশ জুড়ে বাদল হাওয়া ঝমঝমিয়ে ভাসে। 

চড়-বড়া-বড় বৃষ্টি-দানা নাচে টিনের চালে, 
রাখাল ফেরে তাড়াতাড়ি নিয়ে গরুর পালে। 

মজা পেয়ে ব্যাঙ-ব্যাঙানী ডোবার ধারে ডাকে, 
ডানা মুড়ে পাখিরা সব বাসার ভিতর থাকে। 

ছোট্ট খোকা নৌকা গড়ে ভাসায় ঘোলা জলে, 
বৃষ্টির ছাঁট মেখে নৌকা --- হেলে-দুলে চলে ! 

ঘরের ভিতর খুকি তখন পড়ছে রবির আষাঢ়, 
মাঠ-ঘাট সব নিচ্ছে মজা নবীন জলে ভাসার !

ভিজছে নদী, ভিজছে পুকুর, ভিজছে সারা পাড়া,
ছোট্ট মেয়ের আবৃত্তিতে ---- বৃষ্টি-দিনের ছড়া !!

=======================
 
 
 
 গোবিন্দ মোদক। 
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103
WhatsApp/ফোন: 8653395807

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল