প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ঘর্ম ঝরে কর্ম করে গোলা ধান্য ভরে,
আশা বুকে হাসি মুখে কষ্টে থাকে ঘরে।
কষ্ট করে পরান ধরে হাসি ঝরে মুখে,
অশ্রু বহে ব্যথা সহে চাপা রাখে বুকে।
প্রভাত হলে মাঠে চলে কাদা দলে পায়ে,
ছুটে মাঠে শুধু খাটে ফসল কাটে গাঁয়ে।
সকাল সাঁঝে ব্যস্ত কাজে দুখী সাজে ঘুরে,
চাষি ভাইরা খাটে শুধু গাহে করুণ সুরে।
অন্ন দিয়ে কষ্ট নিয়ে প্রাণটা জিয়ে রাখে,
ঋণের ভারে পরিবারে অনাহারে থাকে।
কত ব্যথা দুঃখ গাঁথা বলে কথা কেহ?
অনাদরে অশ্রু ঝরে নাহি করে স্নেহ।
কৃষি নীতি নিয়ে প্রীতি নেতা গীতি গাহে,
ভোটের শেষে আসল বেশে ফিরে নাহি চাহে।
দুখী চাষা ভাঙা বাসা নাহি স্বপ্ন আশা,
মোটা ভাতে দিনে রাতে জীবন কাটে খাসা।
অন্নদাতা হয়ে ত্রাতা নিচু মাথায় রহে,
গালি সহে চুপটি রহে মনে ব্যথা সহে।
সরলতা পবিত্রতা মনে গাঁথা রাখে,
শত দুখে হাসি মুখে কত সুখে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন