প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

জষ্টির রবি রশ্মিতে দিনে-দিনে
ভীষণ ক্লান্ত সে আজ
একটু শাদা শীতল জল চায় !
নইলে জ্বলে যাচ্ছে,
তার প্রতিটি লতা পাতা
যেন ওর বেড়ে গেছে, - চিন্তা !
তাই, সংকোচে জানাই
সুমধুর শব্দ বিন্যাসে বর্ষার জলদকে।
সে যেন তাকে দ্যায়
দু ফোঁটা শাদা শীতল জল
তাহলে সে আবার সবুজে সবুজে সেজে ওঠবে ।
জলদ' দের দু ফোঁটা জলের শব্দ
গভীর গহবরে জন্ম দেব
এক একটি সন্তান -
ক্লান্ত পৃথিবীর বুকে ।
তখন ঘাস আরো
সুগন্ধ ছড়াবে ।
মাথার উপর দিগন্ত প্রসারিত নীলিমার মতো ।
:::::::::::::::::০::::::::::::::
সেখ নাসিবুল আলি
গোপালপুর
পো:খাড়রা
থানা: ইন্দাস
জেলা বাঁকুড়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন