Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

পয়লা বৈশাখের কবিতা ।। সুমিত মোদক


তারিন দাদু ও পয়লা বৈশাখ

সুমিত মোদক


ভোরের আলো ফুটতে না ফুটতে কয়টা খড়ের
আঁটি নিয়ে মাঠের দিকে হনহন করে হাঁটা দেয়
তারিন দাদু;
আজকের দিনে জমিতে, বাগানে, ঘাটে, খামারে, বাড়ির প্রবেশ দ্বারে খড়ের আগুন দেয়;
সে কোন ছেলেবেলা থেকে দেখে আসছি;
তারিন দাদু, আমার ঠাকুরদার ছোট ভাই;
আমাদের আবাদি জমিগুলো বেশির ভাগটাই 
বেদখল হয়ে গেছে ;
তবুও দাদু যায়, জমি গুলোর প্রতি খুব যে মায়া;
যে জমিতে এক সময় নিজের হাতে 
সোনালী ধান ফলিয়েছে,
যে বাগানগুলোতে নিজের হাতে সবজি ফলিয়েছে,
সেগুলো এখন অন্যের দখলে;
অথচ, পয়লা বৈশাখে খালি পায়ে পৌঁছে যায়
সে জমির আলপথে;
আলপথও ধীরে ধীরে ছোট হয়ে আসছে;
ছোট হয়ে আসছে পাড়া-পড়শির হৃদয়গুলো;
সুতি খালে আর ঢোকে না জল …
একে একে অনাবাদি হয়ে পড়ছে জমি,
চোখের সামনে দেখা সমাজটাও;

গ্রামের বাড়িতে এখন তেমন কেউ থাকে না;
তবে পালে-পার্বণে মোটামুটি প্রায় সকলে
আসে, আমরাও …
এখানে বছর শেষে চড়ক মেলা বসে;
চড়ক গাছ ঘোরে বনবন করে;
বনবন করে ঘোরে শিব সন্ন্যাসী;
শুরু হয় শিবের গাজন;
ছোট ছোট অনেক দোকান বসে;
জেনেরেটরের আলোতে মাঠ জুড়ে আলো;
আলো আর আলো .…
আর শিকড়ের টানে ফেরা মানুষের মুখ;
একে অপরের সঙ্গে দেখা হলে কত কথা;
অতীতের কথা , বর্তমানের কথা;
কিন্তু, ভবিষ্যতের কথা কেউ বলে না;
বলে কেবল, আমার তারিন দাদু;

এখানে পয়লা বৈশাখে, বাংলার নববর্ষে
গোষ্ঠের মেলা বসে;
সেই সকাল থেকে শুরু হয় উৎসবের আমেজ;
রোদ্দুরে বসে নিম-হলুদ মাখা;
পুকুরে জাল ফেলে মাছ ধরা,
গাছ থেকে কাঁচা আম পাড়া …
তারিন দাদু , গাই গরু দুটো ও বাছুরটাকে 
স্নান করিয়ে আলতা-সিঁদুর পরিয়ে দেয়;

দুপুরে একশো ঢাকি ঢাক বাজাতে বাজাতে
গ্রামের রাধা-কৃষ্ণ যুগল কে  নিয়ে যায়
মেলার মাঠে;
পিছনে পিছনে হাঁটা শুরু করে গ্রামের মানুষ;
গ্রামের দেহাতি মানুষগুলো এভাবেই বেঁচে থাকে;
বেঁচে আছে সহজ-সরল, সুখ-দুঃখ নিয়ে
আমাদের তারিন দাদুর মতো;
এক গ্রাম থেকে আরেক গ্রামে,
সে গ্রাম থেকে অন্য আরেক গ্রামের মন্দিরের
রাধা-কৃষ্ণের যুগলগুলো চলে আসে;
তারপর সন্ধ্যা নামলে 
মেলার মন্দিরের পাশে বেঁধে রাখা গরু ডেকে উঠলে
শুরু হয় পূজা;
শ্রীকৃষ্ণকীর্তন …

এখানে এখনও পুতুল নাচ হয়;
তারের পুতুল …
পুতুল নাচের গানে সেই প্রাচীন গল্প;
সে দিকে তাকিয়ে দেখতে দেখতে বারবার
মনে হয় আমরাও কি নেচে চলেছি!
হয়তো হবে …

তারিন দাদুর কথা কীভাবে অস্বীকার করবো!

হাজার হাজার মানুষের মিলন মেলা;
আমাদের পাড়া-গাঁয়ের গোষ্ঠের মেলা;
আশেপাশের গ্রামের মানুষগুলো সারাটা বছর
অপেক্ষায় থাকে,
বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শখের জিনিস কেনার;
পূজা চলে, পার্বণ চলে, বছর আসে, বছর যায়;
তারিন দাদুরা তাকিয়ে থাকে নতুন প্রজন্মের দিকে;
যারা চলে গেছে রুটি রুজির তাগিদ দিয়ে শহরে, ভিন রাজ্যে;
কেবল এটুকুই আশা, কদিনের জন্য হলেও 
শিকড়ের টানে, মাটির ঘ্রাণে ফিরে আসে 
মাটির কাছাকাছি;
আবার ভাবে, যেখানে আছে ভালো আছে,
ভালো থাকে সকলে;
সুখে থাক পয়লা বৈশাখের মতো।


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল