স্বাধীন ভারত
নিবেদিতা বিশ্বাস সম্রাট
স্বাধীন ভারত কাঁদে যেন আজ- তার বক্ষ জুড়ে জ্বালা।
সাতাত্তর পারেও সুরক্ষিত নয় নারী- নয় তার স্বাধীনতার পথ খোলা।
কত বলিদান শৃঙ্খল মোচনে, কত রক্ত ঝরানো অপেক্ষা!
স্বাধীনতা যদি মিলেছে তবু স্বাধীনতা পায় নি সুরক্ষা।
আজও পথে ঘাটে অট্টালিকার অন্দরে স্বাধীনতা কাঁদে নারী অবমাননায়
ব্যর্থ প্রতিবাদের হুংকারে।
সুজলা সুফলা স্বাধীন ভারত গায় না আজ গান,
পিশাচেরা ঘিরেছে যে তার শত আদরের তরতাজা মন-প্রাণ।
স্বাধীন ভারত ধুঁকছে তবু হৃদয় জুড়ে আশ;
আছে আজও সন্তান তার যারা ঘটাবে সর্বনাশ।
তমসাবৃত নারী সম্মান হিংস্র খুনের লালসা-
সাতাত্তর পারেও থমকিয়ে আজ স্বাধীনতার ভরসা।
সংকট আজ শিরোপার, সংকট আনাচ- কানাচ।
হাঁকে বিধাতা হও আগুয়ান, হোক প্রলয়ে তান্ডব-নাচ।
তিলে তিলে সঞ্চিত নৃশংসতার নাগপাশ- গর্জনে বর্জনে ছড়াও সেথা ধ্বংসের ত্রাস।
জাগুক নবীন জাগুক প্রবীণ যত আছে চিত্তধারী।
আবার রক্ত ঝরুক যেথা স্বাধীনতা চায় মাধুকরী।।
কে নেবে ভার, কে নেবে দায় সমাজ যে অধঃগামী।
সাতাত্তর পারে জবাব চায় যত শহীদ সংগ্রামী।।
মনে থাক বল বুকে থাক পণ – আবার লড়ব আবার গড়ব স্বাধীন করব জীবন।
স্বাধীন ভারত সাতাত্তর পারে হবে পুনরায় স্বাধীন;
শোষণ মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজের আবহে-
সমবেত কন্ঠে ধ্বনিত হবে গান 'জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে'।।
===============
নিবেদতা বিশ্বাস
সহশিক্ষিকা
কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
কৃষ্ণনগর নদীয়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন