
দুটি কবিতা ।। কার্ত্তিক মণ্ডল
স্বাধীনতা
স্বাধীনতা মানে ডানা মেলে ওড়া
বাধাহীন উন্মুক্ত আকাশ
শির তুলে চলা আর বলা
প্রাণ খুলে নেওয়া শ্বাস।
স্বাধীনতা মানে সমান অধিকার
তোমার কিম্বা আমার
থাকবে না ভেদ উঁচুতে নীচুতে
মিলেমিশে একাকার।
স্বাধীনতা মানে ত্রিবর্ণ পতাকা
শৌর্য ত্যাগের মুর্তি
সব শহীদদের বলিদানে পাওয়া
স্বাধীনতা করি পুর্তি।
স্বাধীন মানুষ স্বাধীনতা পাক
বিকশিত ফুল সৌরভ
ভারত স্বাধীন সারাটা বিশ্ব
বন্দনা গায় গৌরব।
স্বাধীনতা খুঁজছি আমি
১৫ই আগস্ট এলে সবাই মত্ত মাতাল তাক ধিনা ধিন
দু'হাত তুলে নাচতে থাকি আমরা স্বাধীন; আমরা স্বাধীন;
পথসভা উচ্চ ভাষণ নেতা মন্ত্রীর গাল ভরা বাত
সদলবলে ফিষ্টি চলে ডিজির তালে সারা দিনরাত।
শহীদদের ফোটো সাজাই একটু আধটু দীপ ও ধূপে
ত্রিবর্ণ পতাকা উড়িয়ে দিই ঘরে ঘরে স্বাধীন রূপে।
গান কবিতা জাতীয়তাবোধ ফুলকি ফোটে মুখে মুখে
এই দিনটা গেলেই দেখি সব গিয়েছে চুকেবুকে।
স্বাধীনতা খুঁজতে থাকি কৃষকের ঐ উঠোন দোরে
স্বাধীনতা খুঁজতে থাকি চাল ফুটো ঐ দুখির ঘরে।
স্বাধীনতা কোথায় বলো? মাঝি মল্লা কোল রমনীর
আল খুঁটিয়ে খাবার খোঁজে দুই চক্ষু ছল ছল নীর।
আমরা স্বাধীন আমরা স্বাধীন আনন্দতে ভাসছি সবাই
মটনকারী খাচ্ছে কেউ,কারও ঘরে খাবার টুকু নাই।
কেন তাদের চালটা ফুটো,শুদ্ধ জলের বেশ হাহাকার
বলতে পার বলতে পার এমন স্বাধীনতা কার দরকার।
স্বাধীন হব পাখির মত, খোলা আকাশ সবার ঘর
জাতপাত আর ধর্মে মোদের করবে নাকো আপন পর।
তাইতো আমি যাচ্ছি খুঁজে এমনতর স্বাধীনতা
সবাই সমান,আপন মত, নাই সেখানে দীনহীনতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন