Featured Post

ছড়া ।। নববর্ষের প্রত‍্যাশা ।। সুব্রত চৌধুরী

নববর্ষের প্রত‍্যাশা  সুব্রত চৌধুরী  নববর্ষে সবার মনে  হর্ষ আসুক ফিরে, সুখের পিদিম জ্বলে উঠুক  গরীব দুঃখীর নীড়ে। নববর্ষে করুক সবাই আলোর পথে যাত্রা, বর্ণিলতায়  পাক না সবার  জীবন নতুন মাত্রা । নববর্ষ দিক না খুলে মন আঙিনার আগল , ভালোবাসার আগুন লালে বাজুক প্রেমের মাদল। নববর্ষে নয় ভেদাভেদ প্রেম প্রীতি ও সাম্য , নিরাশ প্রাণে জাগুক আশা হোক না সবার কাম্য। ——————————— সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

দুটি কবিতা ।। কার্ত্তিক মণ্ডল

 দুটি কবিতা ।। কার্ত্তিক মণ্ডল

 

স্বাধীনতা

 
স্বাধীনতা মানে ডানা মেলে ওড়া
বাধাহীন উন্মুক্ত আকাশ
শির তুলে চলা আর বলা
প্রাণ খুলে নেওয়া শ্বাস। 

স্বাধীনতা মানে সমান অধিকার
তোমার কিম্বা আমার
থাকবে না ভেদ উঁচুতে নীচুতে
মিলেমিশে একাকার। 

স্বাধীনতা মানে ত্রিবর্ণ পতাকা
শৌর্য ত্যাগের মুর্তি
সব শহীদদের বলিদানে পাওয়া
স্বাধীনতা করি পুর্তি। 

স্বাধীন মানুষ স্বাধীনতা পাক
বিকশিত ফুল সৌরভ
ভারত স্বাধীন সারাটা বিশ্ব
বন্দনা গায় গৌরব। 
 

স্বাধীনতা খুঁজছি আমি

                               
১৫ই আগস্ট এলে সবাই মত্ত মাতাল তাক ধিনা ধিন
দু'হাত তুলে নাচতে থাকি আমরা স্বাধীন; আমরা স্বাধীন;
পথসভা উচ্চ ভাষণ নেতা মন্ত্রীর গাল ভরা বাত
সদলবলে ফিষ্টি চলে ডিজির তালে সারা দিনরাত। 
শহীদদের ফোটো সাজাই একটু আধটু দীপ ও ধূপে
ত্রিবর্ণ পতাকা উড়িয়ে দিই ঘরে ঘরে স্বাধীন রূপে। 
গান কবিতা জাতীয়তাবোধ ফুলকি ফোটে মুখে মুখে
এই দিনটা গেলেই দেখি সব গিয়েছে চুকেবুকে। 
স্বাধীনতা খুঁজতে থাকি কৃষকের ঐ উঠোন দোরে
স্বাধীনতা খুঁজতে থাকি চাল ফুটো ঐ দুখির ঘরে। 
স্বাধীনতা কোথায় বলো? মাঝি মল্লা কোল রমনীর
আল খুঁটিয়ে খাবার খোঁজে দুই চক্ষু ছল ছল নীর। 
আমরা স্বাধীন আমরা স্বাধীন আনন্দতে ভাসছি সবাই
মটনকারী খাচ্ছে কেউ,কারও ঘরে খাবার টুকু নাই। 
কেন তাদের চালটা ফুটো,শুদ্ধ জলের বেশ হাহাকার
বলতে পার বলতে পার এমন স্বাধীনতা কার দরকার। 
স্বাধীন হব পাখির মত, খোলা আকাশ সবার ঘর
জাতপাত আর ধর্মে মোদের করবে নাকো আপন পর। 

তাইতো আমি যাচ্ছি খুঁজে এমনতর স্বাধীনতা
সবাই সমান,আপন মত, নাই সেখানে দীনহীনতা।
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল