Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

পবিত্র চক্রবর্তীর গল্প

অম্বর রাজ ও রাক্ষস




অম্বর রাজ্যে বেশ কয়েকদিন ধরেই অশান্তির শেষ নেই । দিব্যি ছিলেন অম্বর
রাজা তার রানী বৈশাখী , রাজকুমার তড়িৎ ও আদরের রাজকন্যা ঝিলিক'কে নিয়ে ।
অম্বর রাজ্যকে নিয়ে সবাই যেমন খুশী ছিল ঠিক তেমনি হিংসুটেরাও ছল করতে
ছাড়ত না । অম্বর রাজা বয়েসে বৃদ্ধ হলেও প্রতাপ এক বিন্দুও কমেনি । কোন
কাজ করতে গেলে পাত্র-মিত্র , রাজপুত্রের সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত
নিতেন ।
রাজ্যের সব থেকে বিশ্বস্ত ছিলেন প্রধান মন্ত্রী পবন কুমার । তিনিই দেশ
বিদেশ থেকে যেমন সন্দেশ নিয়ে আসতেন , আবার , প্রয়োজনে রাজা অম্বরের সাথে
প্রবল বেগে ঝাঁপিয়ে পরতেন শত্রুদের উপর । মাঝে মধ্যে অবশ্য বারণ করা
সত্ত্বেও রাজকন্যে ঝিলিক দাদার সাথে যুদ্ধে যেত ।
সেদিন রাজ সভায় অম্বর রাজ অত্যন্ত চিন্তিত মুখে পবন কুমারকে বলে উঠলেন –
" বুঝলে পবন রাজ্যটা হচ্ছে ছারখার –
দেশে দেশে উঠছে কান্না আর হাহাকার !"
রাজার কথায় মন্ত্রীর মুখও গম্ভীর হয়ে উঠল । বিরস মুখে তিনিও জবাব দিলেন –
" রাজা মশাই দিব্যি ছিল অম্বর রাজ্য –
রাক্ষসের দল নিষ্ঠুর , করে না কোন সাহায্য !"
রাজ সভায় আলোচনা চলছে এমন সময়ে অম্বর রাজ্যের কোষাধ্যক্ষ হাঁপাতে হাঁপাতে
এসে হাজির হয় রাজার কাছে। রাজাকে প্রণাম জানিয়ে কাঁপতে কাঁপতে জানালেন –
" মহারাজ , একি ঘটলো অলক্ষণ !
কোষ থেকে মেঘ চুরি –
বিহিত করুন , আপনি মহা বিচক্ষণ ।"
কোষাধ্যক্ষের এহেন কথা শুনে সকলেই বিস্ময়ে নিজের নিজের জায়গা ছেড়ে উঠে
দাঁড়ালেন । রাজপুত্র রাগ না সামলাতে পেরে কোমরে গোঁজা শক্তিশালী মহা বাজ
অস্ত্র বার করতে থাকে । অম্বর রাজ কোনমতে পুত্র তরিৎকে শান্ত করলেন ।
তিনি তাঁর রাজ্যের প্রধান দূতকে ডেকে বললেন –
" যাও হে দূত পৃথিবীর বক্ষে –
নাও খবর , দেখ সব নিজ চক্ষে ।"
মহারাজের ইঙ্গিত বুঝতে পেরে দূত হুস করে মিলিয়ে গেল । শোঁ শোঁ শব্দে উড়ে
গেল পৃথিবীর দিকে । দূত চলে যেতেই সেদিনকার মত রাজ সভার কাজ বন্ধ করে
অম্বর রাজ চললেন কোষাগারের দিকে ।
অম্বর রাজ্যের মহা মূল্যবান সম্পদ হল থোক থোক মেঘ । এ যে সে মেঘ নয় । এ
হল জীবন দায়ী মেঘ । যার ছোঁয়ায় মৃত প্রায় জীব-জড় সকলেই প্রাণ ফিরে পায় ।
অম্বর রাজ এই মেঘদের তড়িৎ কুমার , রাজকন্যে ঝিলিকের মতই পরম স্নেহ করেন ।
প্রকান্ড কোষাগার খুলতেই রাজা , মন্ত্রী , রাজকুমার , রাজকন্যে সকলেই
দেখলেন বিশাল বিশাল মেঘদের কারা যেন চুরি করে নিয়ে গেছে । শুধুমাত্র ছোট
ছোট বাচ্চা মেঘ এদিক ওদিক ছিটিয়ে রয়েছে ।
রাজকুমারী ঝিলিক খুবই কাতর হয়ে পরে এদেখে । তার পদ্মের মত চোখ দিয়ে
মুক্তোর মত অশ্রু গড়িয়ে পরে । বাচ্চা মেঘদের কোলে তুলে বলে ওঠে –
" ছোট মেঘ ছোট মেঘ চিন্তা নেই তোদের –
দাদা আর আমি মিলে আনব ভাই বোনদের ।"

রাক্ষসদের কারখানায় তখন জোর কদমে কাজ চলেছে । প্রকান্ড তাদের চেহারা ।
অম্বর রাজের দূত লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে । সহসা দূত লক্ষ্য করে তার পাশ
দিয়ে কে যেন করুণ ভাবে কেঁদে চলেছে । ভাল করে খেয়াল করতেই দেখে রাক্ষসদের
দল একটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে হুস-হাস করে কেটে চলেছে একটা প্রাচীন বটগাছকে
। অস্ত্রের ঘায়ে ফিনকি দিয়ে বেরোচ্ছে বর্ণহীন রক্ত । কিন্তু গাছের কথা কে
শোনে ! রাক্ষসরা বোঝে না গাছেদের কান্না , তাদের ভাষা !
ধীরে ধীরে সুজ্জিদেব অস্ত চলে গেলে রাক্ষসের দল বটগাছের বিশাল একটা ডাল
কেটে ঘাড়ে করে বয়ে নিয়ে গেল তাদের কারখানায় । দূত বুঝতে পারল রাক্ষসরা
আজকের মত কাজ সেরে ফেলেছে । তখন সে ধীরে ধীরে ক্ষত বিক্ষত বট গাছের দিকে
এগোতেই বটগাছ কাতর গলায় অনুরোধ করে –
" দূত ভাই দূত ভাই দেবে আমায় একটু জল –
শরীরের ঘায়ে শক্তি নাই , মনেও নাই বল ।"
বট গাছের কষ্ট দেখে দূত কিছুটা দূরেই বয়ে চলা নদীর দিকে এগোতে থাকে ।
কিন্তু একী ! নদীর জল তো প্রায় শুকনো । কান পাততেই দূত শুনতে পেল নদী বোন
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । দূত আর থাকতে না পেরে নদীকে জিজ্ঞাসা করে –
" নদী বোন বল তোমার কথা –
কাঁদছ কেন ! কীসের ব্যাথা ?"
কোন মতে কান্না থামিয়ে নদী বলে –
" রাক্ষসরা আমার পিঠে পরিয়েছে বেড়ি –
ব্যথা আর কষ্টে চলতে ফিরতে নাড়ি ।"
দূত দেখে রাক্ষসরা নদীর পিঠে বিশাল একটা বাঁধ দিয়ে ঘিরে ফেলেছে । তাই নদী
আর বইতে পারছে না । নদী আবার বলে ওঠে –
" মেঘ ভাই বোন আসবে কী আর এদেশে –
রাক্ষসদের অত্যাচারে সব হারাব শেষে !"
দূত মুখে একটাও আর কথা না কয়ে খানিক জল বট গাছের জন্য নিয়ে গেল । গাছ
তৃপ্তি করে জল পান করে দূতকে বলে –
" শোন ভাই শান্ত-মিষ্টি দূত ,
তাড়াতে হবে রাক্ষসদের মাথার ভূত ।"
দূত অবাক চোখে তাকিয়ে থাকে বট গাছের দিকে । বোঝার চেষ্টা করে সে কী বলতে
চাইছে । দূতের মনের কথা বুঝতে পেরে বটগাছ আবার বলে –
" মানুষ রাক্ষস বুদ্ধি বেশী,তাই তো অহং -
অতি বুদ্ধি হত বুদ্ধি, তাই যায় যে জীবন ;
গাছ-নদী কেটে করেছে ছারখার –
প্রকৃতি মাতার বক্ষে নেই বারিধার ।"

বেশ কিছুদিন পৃথিবীর কান্ড কারখানা দেখে দূত ফিরে আসে অম্বর রাজ্যে ।
অম্বর রাজকে সকল ঘটনা বলে । এটাও জানায় মানুষ রাক্ষস কীভাবে প্রকৃতি মাকে
কষ্ট দিচ্ছে । আর তার ফলেই মা তার বুকে মেঘদের লুকিয়ে নিয়েছে । অম্বর রাজ
বুঝলেন মেঘ কেও চুরি করে নি বরং মা রেগে গিয়ে মেঘ বৃষ্টি সকলকেই নিয়ে
গেছেন ।
রাজপুত্র তড়িৎ সমস্ত কথা শুনলেন । বাবাকে বললেন –
" দাও আমায় আদেশ –
মানুষ রাক্ষস করি শেষ ।"
রাজা পুত্রের পিঠে স্নেহের হাত বুলিয়ে বললেন –
" রাজপুত্র হিংসা-দ্বেষ-রাগ কর বর্জন ,
মানুষের মাঝে রাক্ষস মেরে কর সুজন ।"
রাজার কথায় মহারাণী বৈশাখী পুত্রকে বললেন –
" অন্যায় করলে শাস্তি অনিবার্য –
অন্য ভাবে সাধন কর কার্জ ।"
সকলের উপদেশ পেয়ে সেই রাতে নানা শলা পরামর্শ করতে থাকে
রাজা-মন্ত্রী-রাজপুত্র । শেষে ঠিক হয় মহা মন্ত্রী পবন কুমার রাজপুত্রের
সাথে পৃথিবীর বুকে যাবে । লড়বে মানুষের ভিতর লুকিয়ে থাকা হিংস্র
রাক্ষসদের সাথে ।
পর দিন সকালে সূর্যদেবকে প্রণাম জানিয়ে যেই বেরোতে জাবেন তারা দুজন অমনি
রাজকন্যা ঝিলিক যুদ্ধের বেশে হাজির হয় । দাদার হাতটি ধরে বলে –
" যাচ্ছ কোথা আমায় ফেলে চলে ?
তরিৎ-ঝিলিক এক সাথে -
নইলে সব কার্জ যাবে বিফলে ।"
কী আর করা ! প্রধানমন্ত্রী পবন কুমারের সাথে দুই ভাই বোন যোদ্ধার বেশে
ঝাঁপিয়ে পরলেন কড়-কড়-কড়াত ভয়ঙ্কর শব্দে । পবন কুমার প্রবল তেজে বইতে শুরু
করে দিল আকাশ-পৃথিবী কাঁপিয়ে হাওয়া ।

মানুষ রাক্ষসদের মাঝে হই হই রই রই পরে গেল । দুলে উঠল নদীর সামান্য জল ।
ভেঙে পড়তে থাকল রাক্ষসদের বড় বড় প্রাসাদ । দিনের বেলায় এমন উঠল ধুলোর ঝড়
,যে তারা চারিদিক আঁধার দেখতে শুরু করে দেয় । অপেক্ষাকৃত গরীব রাক্ষসদের
মধ্যে হাহাকার পরে যায় । হোমরাচোমরা রাক্ষসদের তুলনায় ওদের কষ্টটাই বেশী

রাজকন্যা-রাজপুত্র-পবন মন্ত্রী যা তান্ডব চালাল তাতে মানুষ রাক্ষসদের
রাতের ঘুম গেল ছুটে । কয়েক জন বিজ্ঞ রাক্ষস বলে ওঠে –
" উঠল এত ঝড় ,আঁধার হল চারিধার –
তাতেও বৃষ্টি নাই !
ধ্বংস হতে বেশী দেরী নাই আর !"
পৃথিবীর বুকে একদল শিশু তারা একটু অন্য ধরনের । তারা বোঝে কেন এমন হচ্ছে
। রাজকন্যা ঝিলিক হাওয়ায় ভর করে সেই শিশুদের ঘরে গিয়ে ফিস ফিস করে বলে –
" শিশু শিশু ! আজ তোমরাই ঞ্জানী –
প্রকৃতি মাতা আজ বড়ই অভিমানী !
উষ্ণ হয়েছে সুন্দর এই ধরা –
বৃষ্টি ছাড়া সব মরু আর খরা ।"
শিশুদের দল ফুটফুটে ঝিলিক রাজকন্যেকে দেখে অবাক ! কী সুন্দর দেখতে
রাজকন্যে । এতকাল তারা রাজকন্যের ছবি বইতে দেখেছে কেবল । তাছাড়াও
রাজকন্যার কথা শুনে তারা মাথা ঝাঁকিয়ে বলে উঠল একসাথে –
" রাজকন্যা রাজকন্যা দিচ্ছি তোমায় কথা –
প্রকৃতিকে বাঁচাতে নোয়াবো না মাথা ।"
ঠিক তখনই আকাশের বুক চীরে উঠল অম্বর রাজের আদেশ –
" মানুষ-রাক্ষস হও এবার তোমরা সাবধান –
মৃত্যু হবে, রাখলে না মনে প্রকৃতির অবদান ।"
একথা শিশুদের দল বোঝে । তারা প্রতিজ্ঞা করে আগামী দিনে তারা গড়ে তুলবে
সুন্দর এক পৃথিবী । মিষ্টি রাজকন্যার কাছে তারা আবদার করে বৃষ্টির জন্য ।
তারা এও বলে –
" রাজকন্যা ঝিলিক দাও না ফিরিয়ে মেঘ –
বৃষ্টি ধারায় মানুষের মনে ফিরবে আবেগ ।
কাটব না গাছ , করব না ধ্বংস আর –
শীতল বারির ছোঁয়ায় রাক্ষস মানুষ হবে আবার ।"
ঝিলিক রাজকন্যাকে প্রকৃতি মা খুব ভালোবাসেন । ঝিলিক রাজকন্যার আবেদনে
প্রকৃতি মা তাদের শেষ সুযোগ দিলেন । তার আচলের তলা থেকে হাজার হাজার
মেঘদের বলেন –
" যাও যাও মেঘের দল , ছড়িয়ে দাও ধারা –
শস্য-বৃক্ষ-প্রানী তোমায় পেয়ে হবে আত্মহারা ।"
মায়ের আদেশ পেয়ে মেঘের দল এক জোট হয় । তারপরে তুমুল আওয়াজ করে পৃথিবীর
বুকে শত শত বৃষ্টির কণায় পরিণত হয়ে লাফিয়ে-ঝাঁপিয়ে পরে ।
বহুদিন পর বৃষ্টি পেয়ে চারিদিক সবুজ- সুন্দর হয়ে ওঠে । মাঠে-ঘাটে
,নদী-নালা জলে টই টম্বুর হয়ে ওঠে । পাখীর দল গেয়ে ওঠে গান । আস্তে আস্তে
বৃষ্টি ভাই বোনদের স্পর্শে মানুষের ভিতরের রাক্ষস মরে যায় ।
রাক্ষস মানুষ হওয়ার ফলে ওদিকে অম্বর রাজ্য পুনরায় সুখে শান্তিতে
রাজকার্য চলতে থাকে । রাজার কোষাগার আবার মেঘের ভারে পূর্ণ হতে থাকে ।।


===============================

পবিত্র চক্রবর্তী
এস – ৩৪ , শ্রমিক মঙ্গল কো-অপ ,
সেক্টর – ২ এ , বিধান নগর ,
দুর্গাপুর – ৭১৩২১২
জেলা – বর্ধমান ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক