Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সব... নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশ... নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু ঘোষ নববর্ষের কামনা ।। সুশীল ব...

সাহেব মণ্ডলের কবিতাগুচ্ছ

১)

বরষার আগমনে


.
ওই শোনো ঘনঘন, গুরুগুরু গম্ভীর
বাজে কার দুন্দুভি? কোন সে মহান-বীর?
গ্রাস করে দাবদাহ, খুলে মহা-জটাভার,
নিশুতি রাতের মতো ঢেকে দিয়ে চারিধার!
ঝলমলে পরিবেশ ধোঁয়া করে পলকে,
উড়িয়ে পথের ধুলো কোথা থেকে এলো কে?
বজ্রের তলোয়ারে ফালা-ফালা অম্বর,
ঝরে পড়ে ঝলকানি কাঁপে পাড়া, প্রান্তর!
ঝড়ো হাওয়া বেগে বয়, পাল ছিঁড়ে বারবার--
হারিয়েছে মাঝি পথ, উত্তাল পারাবার।
দোলা লাগে বনে বনে ডাল ভাঙে দুড়-দাড়,
বিচলিত বিহগের ভয় বাসা হারাবার!
মেঘ-ভাঙা বারিধারে শুকা-মন কাদা ক'রে,
শার্সিতে মাথা মুড়ে চাষীভাই হাল ধরে।
ঝড়-জল দুর্যোগে কেউ হাসে, কেউ ভাসে!
তবুও তো বাঁচে ধরা-- বৃষ্টিকে ভালোবেসে।
.
ভয় নেই ভয় নেই! বরষার আগমনে
বাহিরের আঙিনায় ভিজে দ্যাখো আনমনে,
টুপ-টাপ জলকণা ছুঁয়ে দিলে গভীরতা--
পাথরেও জাগে প্রাণ, ধুয়ে যত মলিনতা।


২)

চঞ্চলা বরষা



নিলাম্বরীর ঐ পুঞ্জিত কুন্তলে
বিহ্বল বলাকা বিপন্নপাখা মেলে,
সারে-সারে উড়ে যায় আপনার ঠিকানায়
ময়ূরপুচ্ছ নাচে গুর-গুর বাজনায় ।
ধূলা ধূসরিত যত তৃণ, বনপল্লব
কানপেতে ধরণীও শুনছে মেঘের রব ।
ঈশানে বিষাণ শুনে উন্মাদ সমীরণ,
নৈর্ঋতে ঝড় তুলে ধেয়ে আসে শনশন ।
নিলাম্বরীর কেশ দমকা-হাওয়ায় খুলে
ছড়ালো আঁধার কালো অম্বরে দুলে-দুলে ।
ম্লান করে খরতাপ প্রদীপ্ত-তপনের,
দুরন্তমৌসুমী বরষা আনিল ফের ।
ঝিরি-ঝিরি বারিধারে ধুয়ে যত মলিনতা
কদম,কামিনী, কেয়া, মেলেছে নতুন পাতা ।
কোমল কমলদলে বরষার নৃত্যে
উঠেছে মাতাল ঢেউ সরোবর-চিত্তে ।
ছলছল জলতলে নদী, নালা,খাল, বিল
গেঁও-পথ পিচ্ছল চলাচল মুশকিল ।
চরাচর মর্মরে লেগেছে খুশির হাওয়া
চিন্তিত কিষাণের শেষ হলো পথচাওয়া ।



৩)

বর্ষা


.
ঐ, দূরগগনে পাখনা মেলে
নিলাম্বরীর কবরী খুলে
ছড়ালো অন্ধকার,
হাটের পসরা বন্ধ হয়েছে
পোষ্য,বন্য বাসায় ফিরেছে
বন্ধ গৃহের দ্বার ।
বিরহিনী ওই কাজলা মেয়ে
কোন্ প্রেমিকের পথপানে চেয়ে
হৃদয় করেছে ভার ?
.
তড়িৎকুঠার হানল কে রে !
কাঁপিয়া উঠল গুরু-গুরু সুরে
টলমল আঁখি তার,
সব নীরবতা ভঙ্গ করে
ব্যথাভরা বুক ফালা-ফালা করে
ঝরলো অশ্রুধার ।
.
লাঙল কাঁধে চাষীরা ছোটে
তারই পিছে ধায় বীজের মুটে
বীজবোনা হবে আজ,
গেঁও চাষীদের মন ভিজেছে
লাঙলের ফালে মাটি চষেছে
শুরু হলো কৃষিকাজ ।
গ্রীষ্মে জ্বলিয়া সর্বহারা
গুমরেকাঁদা বসুন্ধরা
সাজবে নতুন সাজ ।



৪)

গম্ভীর বর্ষা



অম্বরে গর্জিত গম্ভীর ঘনমেঘ,
বিহঙ্গ শঙ্কিত সাঁই-সাঁই বায়ু-বেগ ।
থরথর কম্পিত বাঁশবন ঝাউবন,
হাম্বা-হাম্বা সুরে বাছা খোঁজে ধেনু-মন ।
দিগন্তে দিবাকর কালি হ'ল বনতল,
ঘুরপাক ঘূর্ণিতে উছলিত দীঘিজল ।
গ্যাওঁ-গ্যাওঁ ঘ্যান-ঘ্যান গান গায় মণ্ডূক,
শূন্যে বাদুড় ডাকে গহ্বরে জম্বুক ।
পাতিহাঁস হাঁস-ফাঁস বাঁধা প'ড়ে শৈবালে,
কিষাণ লাঙল কাঁধে গৃহপানে ফিরে চলে ।
বাজ পড়ে কড়-কড় বারি ঝরে ঝর্-ঝর্ ,
বিজলীর চিক্কুরে আলোকিত চরাচর ।
উত্তাল নদীজল থৈ-থৈ খাল-বিল,
বাসার হদিস খোঁজে দিশেহারা গাঙচিল ।
জলধিতরঙ্গেতে শিহরিত মাল্লা,
ছিঁড়ে পাল ভাঙে হাল চোখ রসগোল্লা ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল