Featured Post

কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী

হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী  নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে  সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি  পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে   নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে  বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে  নিয়ে এসো তুমি আজি এ।

কবিতা: আশিস ভৌমিক



     কৃষ্ণ-পক্ষ

                       
ইতিহাসের সাক্ষী জরাজীর্ণ অট্টালিকা
গাছের শিকড়ে বিদ্ধ ভগ্ন শরীর নিয়ে-
যা আজও মাটি কামড়ে
অস্তিত্বের সংগ্রামে বিধ্বস্ত-
তার ও তো ইচ্ছে করে
সমস্ত অহংকার ভেঙে গুঁড়িয়ে
আবার নতুন করে দাঁড়াতে ।
মিথ্যা প্রেমের চোরাবালিতে আটকে যাওয়া মন
যা সস্তা হতে হতে অতল গহ্বরে তলিয়ে যায়-
তার ও তো ইচ্ছে করে
নব-বসন্তে নূতন কোন গান বাঁধতে ।
ভয়ঙ্কর রাতে হিংস্র নেকড়ের হাতে
ছিন্নভিন্ন দেহ নিয়ে ধর্ষিতা কোনও নারী !
বিস্মৃতির অবগাহনে মুক্ত হয়ে-
সেও কি স্বপ্ন দেখে,
নতুন করে বাঁচতে !
কিংবা অ্যাসিডে পোড়া কোনও তন্বী
রুপের চ্ছটায় যে ভরিয়ে দিয়েছিল চারপাশ-
তারও কি ইচ্ছে করে,
পৃথিবীটাকে উল্টো দিকে ঘুরিয়ে
সময়ের সারণিতে পিছু হেঁটে
আর একবার প্রানখুলে হাসতে!
অট্টালিকা তার সমস্ত কৌলিন্য হারিয়ে
হয়তো বহুতল হয়ে ওঠে ;
মিথ্যা প্রেম, সব চিহ্ন মুছে-
হয়তো লেখে নতুন কোনও কাব্য।
কিন্তু কোনও ধর্ষিতা নারী কিংবা অ্যাসিডে পোড়া মুখ-
এক স্বপ্নহীন জগতে রিপুর দরজা বন্ধ রেখে
ভয়াল স্মৃতি আঁকড়ে
বেঁচে রয়-বেঁচে থাকে
জৈবিক মৃত্যুর প্রতীক্ষায় ।
==================

Ashis Bhowmick
c/o-Gangesh Bhowmick
Vill. +P.O-Brindabonchak
Dist-Purba Medinipore
P.S-Panskura
             
             

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল