Featured Post

কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী

হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী  নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে  সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি  পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে   নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে  বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে  নিয়ে এসো তুমি আজি এ।

কবিতাঃ জয়ীতা চ্যাটার্জী







পরিপূরক


নারী, সে যেন  এক দূর্দান্ত পাহাড়ী নদী। 
বাবার বুকের পাঁজড়, মায়ের চোখের মণি। 
নারী হল সেই নিস্তব্ধ নম্র ছিমছাম স্টেশন। 
একজন প্রেমিকা,প্রেমিকের কবিতার ইন্সপিরেশন। 
নারীতো সে যে পাথুরে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে একা। স্বামীর ওষুধ যোগাতে বারবণিতার বেশে যায় দেখা। 
মানুষ নামের অসংখ্য জীব পশুর আচরণ মানিয়ে রাখে। 
নারী সেই আদিম পাহাড়,যার গর্ভে সবাই প্রথম সাঁতার কাটে। 
চাপ চাপ বিশৃঙ্খল অন্ধকারেও নারী শব্দে ব্রহ্মস্বাদ। 
যে শরীরে আরণ্যক মাদকতা,সেই শরীরী বলে জগত কাত। 
কন্যা শব্দ লুকিয়ে রাখে কুলপ্লাবনী রহস্য অক্ষরে। 
অরণ্য ,পাহাড়, এরা নারীর প্রতিবেশী কবিতার দপ্তরে। 
নারীর মতন মাংসল জলের স্রোত নদী রূপে বয়। 
পৃথিবীর বুকে পুরুষরা করে জরিপের কাজ,আর নারী ধর্ষিতা হয়। 
মানুষ নামের জীবদের নিস্পৃহতা আকাশে লাফ দিয়ে ওঠে। 
নিজের ভেতর নিজেকে বন্দী করেনি নারী, 
তাই পাহাড়ের এ মাথা থেকে ও মাথায় ধ্বনির ভেতর প্রতিধ্বনি হয়ে ছোটে।


=======================
Jayeeta Chatterjee
Add: 22/4 R.N.T.P Bye lane
Shyamnagar north 24 parganas

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল