Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতা: কালাম হাবিব




রক্তের গ্রুপ

সমাজে হিংসা বিদ্বেষ ভুলে,
রক্ত প্রতিবাদের সুর তুলে,
উচ্চ কন্ঠে কয়,
মানবতা করলাম আমি জয়!
কি হিন্দু, কি মুসলিম, কিবা  শিখ, জৈন,
কিবা ইহুদি, বোদ্ধ, খ্রিস্টান।
সকলেই একই তীরের নিশান,
সকলের মিলন তিথি,
লোহিত সাগরে ইতি-
ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা মহরম,
আর দুর্গা, কালি কিংবা সরস্বতীর সর8গম।
হোক না আরও হাজারো রীতি,
লোহিত সাগর সকলের মিলন তিথি।।
রক্তের গ্রুপ এবার বলে হায় হায়!
হে মালিক আমি কি তার জাত পায়?
তুমি কি যে বলো মালিক  হার রোজ,
সমাজে ভার হয় নাস্তিকতার বোঝ!
তুমি কি জানোনা তোমার গুণ?
কেন ঘোরাঘুরি করো নাস্তিকতার পাছে?
তোমারও তো কত গুলো দল আছে!
তোমারও তো একটি শ্রেষ্ঠ গ্রুপ আছে!

"পূর্নিমার জ্যোৎস্না"


জন্ম তিথিতে আপ্লুত হয়ে দ্যুলোক দৃশ্যে;
এক এক করে বেশ কয়েক দিবসব্যাপী জুড়ে
ঘানি টেনে,পুলকিত করে আমায় দিচ্ছিলে কিরণ।
হস্ত আমার ধেয়েছিল করতে তোমায় গ্রাস;
কি জানি কীসের বাধাই বেকে গেছি।
তবে অমাবস্যার সনে দৃষ্টি অন্ধই ছিল,
তাকাইনিও ওই খগ পটে।
যবে হতে এক এক করে নিশীথ প্রহরে ;
কোলাহল করে ওঠেছিলো এক গুচ্ছ আশা নিয়ে।
মাথার ওপর আবরিত করেছিল জ্যোৎস্নার ধবধবে ডানা।
তাকাতেও চেয়েছিলাম তোমার ওই সুবিশাল অম্বর পানে।
যদিও ওই শুভক্ষণে দৃষ্টির পলক স্থির থাকেনি;
পড়ে গিয়েছিল ঝলমলে জ্যোৎস্নার কিরণ হতে।
কিন্তু যেদিন আমি চোখ কে উপহার দিয়েছিলাম!
আনন্দে মত্ত হয়ে এক আশার বোঝা শিরে তুলে।
ওই জ্যোৎস্নার কিরণ রাশি সদরে গ্রহণ করে নেবো বলে,
কিন্তু, দিশেহারা 'সাহারা' প্রান্তরে চিকচিক করে বেদনাহত হয়ে থাকলো কণা;
সবিতার নিদারুণ কর্মে।
আমার মনে পূর্ণিমা হয়ে আসবে ভেবেছিলাম।
ভাবনায় পাহাড় সম বাঁধ গড়ে,
অজান্তেই হয়ে গেলে অন্ধ অমাবস্যা।
দৃষ্টি আবারও পড়লো ভূতলে;
একটি শব্দ ধ্বনিত হয়ে ------
জ্যোৎস্না তুমি কি আসবেনা আামর মনকে
পূর্ণিমার চন্দ্রে আলোকিত করতে?

"ফুল"


আমি কুঁড়ি, নেই আমার পানে ওই কর্মীর আগমন।
ভেবেছিলাম ফুটবো না, শুনবো না ওই ভ্রমর গুঞ্জন।
পূরণ করবোনাও রাণীর অতলান্ত আশা সকল।
খাবো নাও কর্মীর ওই বিষাক্ত হুলের ফোটা।
কিন্তু কোন কিছুই দমাতে পারলনা আমায়!
মহান স্রষ্টার দেওয়া অমৃত সুধার তেজ্বে
বশীভূত হয়ে জাগতে হল ভ্রমর রাজ্যে;
উন্মুক্ত গননে, উন্মুক্ত পবনে, স্বচ্ছ তপনে।
আমি কুঁড়িতে ভুলেছিলাম আমার কামনা ভোগ;
আমার আপামর সঙ্গীর পরাগযোগ।
কর্মীর ওই বিষাক্ত হুলের ফোটা
আমার জীবনের নতুন ভাবনায় ছোটা।
একের পর এক সঙ্গী মিলন,
প্রস্তুত হওয়া জীবন সৃষ্টি করে ওই বিষাক্ত হুল;
যা আমার নতুন আদলের উদ্বোধন।


নয়ন


ও নয়ন তুমি আমার দর্শনের মনীষা।
তুমি আমার জীবন,অনুপ্রেরণার দিশা।
আমার সানে, নিষ্ঠবানে থাকো যদি দীপ্ত।
কাটিয়ে দেবো সকল বাধা, হবোনা ক্ষিপ্ত।
আসুক যতোই তন্দ্রা, যাবনা নিদ্রা,
কোন কঠিন সংকেত পেলে।
কাটিয়ে ওঠবো সকল বাধা,
তোমায় আমি মেলে।
ও আমার চলার সাথি,
ও তুমি আলোক বাতি,
সেতো আমার মহান রবের দান।
কভু সইবো না, কভু বইবো না,
কভু দেখবো না,কভু হইতে দেবো না,
সেই আমার মহান রবের অপমান।
আমি চায় তুমি থাকো হয়ে তীক্ষ্ণ ইশা।
ও আমার জীবনের তিশা,
ও আমার দর্শনের মনীষা।
                

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল