Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

নিবন্ধ : সুনন্দ মন্ডল


সমাজ-শারদীয়া-সমকাল

                  

         মানুষ সামাজিক জীব। মানুষই সমাজ গড়ে তুলেছে। নিজের সুবিধা ও পারিপার্শ্বিক প্রয়োজনে বেছে নিয়েছে প্রকৃতির মধুর রূপ রসের অঙ্গন। দেয়াল তুলেছে নিজের চারিদিকে। আবদ্ধ হয়ে পরিবারকে বাঁচিয়ে রাখতে খাবার জোগাড় করেছে। গাছপালা, বন-জঙ্গল কেটে পথ বানিয়েছে। উপায় খুঁজেছে জীবন সংগ্রামে টিকে থাকার।
         ‎সমাজের মধ্যে প্রত্যেক মানুষ নিজের স্বপ্ন নিয়ে চলে। বুকের মধ্যে পুষে রাখে অসম্ভব কল্পনার চাদর। বাস্তবায়িত করার লক্ষ্যে অটুট থাকে। কখনো সফল, কখনো বা অসফল। আর সামাজিক জীব হিসাবে প্রত্যেক মানুষেরই একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়িত্ব থেকেই সমাজ উন্নত করার চেষ্টা করে। 
         ‎মানুষ যুগের বিস্তারে কর্মঠ হয়েছে। প্রযুক্তিনির্ভর সমাজ ও বাস্তবে মনের ভিত শক্ত হয়েছে। সমাজের ধারণা গেছে পাল্টে। যে সমাজের মানুষ প্রয়োজনের তাগিদে ঈশ্বর অর্থাৎ দেব-দেবীর কাল্পনিক চেহারা গড়েছে, সেই সমাজের মানুষ দেব-দেবীর মূর্তি বানিয়ে প্রতিযোগিতায় নেমেছে। প্রত্যেকের হাতেই টাকার বান্ডিল। স্বাবলম্বী মানুষ অর্থের দিক দিয়ে আর দুর্বল নয়। একে অপরে টাকার লড়াইয়ে মেতেছে।

         শারদীয়া মানে শরত কালীন উৎসব। এই উৎসবের শুভ সূচনা পুরানের(রামায়ন) চরিত্র রাবনের হাত ধরে। রাবনবধের পর থেকে তারই কথানুযায়ী রাম পূজার প্রচলন করেন। যা এখনো আম-বাঙালির মনে ও চেতনায় মিশে আছে। 
         ‎মহালয়ায় থেকে দেবীপক্ষের শুভ সূচনা। প্রস্তুতি শুরু হয় পিতৃগৃহে ফেরার। শিবালয় থেকে তিন-চার দিনের সফরে মেতে ওঠে উমা। এমনকি সমগ্র বাঙালি জাতি অধীর উন্মাদনায় প্রহর গোনে। এই সময় কাশ ফুলে ভরে ওঠে মাঠ। শিউলির গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। ঢাকের আওয়াজ শোনা যায় প্রকৃতির কোলে কান রাখলেই। এই শারদীয়া মানুষের জীবনে অন্য মাত্রা দেয়। বাঙালির সবথেকে বড় উৎসব আজ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রবাসী বাঙালিরা সমান তালে উৎসবে মুখর কটা দিন।

         শারদীয়ায় বাঙালিরা আত্মশুদ্ধি ঘটানোর জন্য মন্দিরে মন্দিরে গিয়ে পুজোর মন্ত্র উচ্চারণে আত্মার মিল ঘটিয়ে মগ্ন হয়ে থাকে। দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে সমাজের মঙ্গল সাধনের ইচ্ছা প্রকাশ করে। ত্রিনয়নির দিকে তাকিয়ে মনে মনে কত কথা যেন বলে। অষ্টমীর দিনে নারী পুরুষ সকলেই একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে মানবিকতার পরিচয় দেয়।  বিদায়ের মুহূর্তেও কেঁদে ফেলে মানুষ। সকল ধর্মের মানুষ একসাথে মিলন মেলায় অংশ নেয় পূজা যজ্ঞে। ছোট থেকে বড় সবার মনেই একরাশ আনন্দ, অনুভূতির পারদ উচ্চ মাত্রায়। যুবক-যুবতীর মনেও প্রেমের আলাদা মানে ছিল। ঠোঁটের কম্পনেই বোঝা যেত প্রেমের গভীরতা। সমাজ পরিবেশে মানুষ হিসাবে জন্ম নিয়ে আমরা গর্বিত। প্রত্যেকেই যেন প্রত্যেকের জন্য কাজ করে যেতে পারি। এই মর্মে দায়বদ্ধ আমরা যেন হতে পারি। 

            সমকলীন পুজো একটু অন্যরকম। ভিন্ন পথে বাঁক নিয়েছে পুজোর প্যাটার্ন। আধুনিক যুগ, যন্ত্র নির্ভর যুগ। প্রযুক্তির উন্নতির সাথে সাথে পাল্টে গেছে মা দুর্গার আবাহন-আগমনী গান। ঋতুর বৈচিত্র্যে অনিয়ম যেমন ধরা পড়েছে, তেমনি বদল ঘটেছে মানুষের রুচি, সমাজ কলায়। আগেকার মতো এখন আর সাবেকি পুজো তো নেই-ই। এখন বেশিরভাগ বারোয়ারী পুজো। তাও গ্রামে এর প্রচলন ভালোই। কোথাও কোথাও পল্লী এলাকায় মন্ডপের পুজো দেখা যাচ্ছে। তাছাড়া এখন এই মন্ডপের পুজো বেশি। ফলে পুজোর ধারণা পাল্টে যাচ্ছে অত্যাধুনিক যুগে। ছেলে-মেয়ের প্রেমেও বদল ঘটেছে। অঞ্জলি দিতে দিতেও তীব্র যৌনাকাঙ্ক্ষা। কখন একটু আড়ালে গিয়ে ঠোঁটে একটা চুমু দেবে, আর কখনই বা শরীরের গন্ধ নেবে মেপে। 
            ‎মহিলারাও মাতে শাড়ি, গয়না আর ফ্যাশনে। আগেকার মতো আর নেই সেই একতা। সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার তাৎপর্য যেন হারিয়ে যাচ্ছে। পুরুষরাও বাইক ছুটিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর সাথে মদ, গাঁজা তো আছেই। যারা পুজোর কর্মী, উদ্যোগী তাদের আবার অন্য নেশা। তাদের চিন্তা কিভাবে নিজেদের প্রতিমা শারদ সম্মান পাবে! কিভাবে অন্য মন্ডপের প্রতিমাকে টেক্কা দেওয়া যায়। এককথায় এগিয়ে থাকার দৌড়ে আকাশচুম্বী প্রতিমারও দমবন্ধ অবস্থা। ঢাকিরাও তেমন আর ঢাক বাজায়না। অর্থের সচ্ছলতা এসেছে তাদের কিন্তু এখন যেন দায়সারা বাজায়। ওই বাজালেই হলো আর কী! আরতির ঘন্টাও পাল্টে গেছে পুরোহিতের। মন্ত্র উচ্চারণে তেমন তীব্রতা দেখিনা। বর্তমানে প্রশাসনকে খাড়া করে পুজোর আনন্দ উপভোগ করতে হয়। মনের মধ্যে কাঁটা খচখচ করে এই বুঝি ঝামেলা হলো! এমনকি বিসর্জনেও পুলিশি তদারকি। সাম্প্রদায়িক উস্কানির প্রবণতা থাকেই যেন।

        আসলে যুগ পাল্টেছে, পাল্টেছে প্রযুক্তির ব্যবহার, মানুষও পাল্টে যাচ্ছে সমকালীন হাওয়ায়। সমাজ পাল্টে যাচ্ছে দিশাহীন উদ্দেশ্যের কোন অনামি পরিণতির দিকে? "শারদীয়া ও শারদ উৎসব হয়ে উঠছে সমকালীন সমাজের প্রতিযোগিতার আলকাপ।" 
        ‎          -------------------







সুনন্দ মন্ডল
কাঠিয়া, পাইকর,বীরভূম
731219
পশ্চিমবঙ্গ
8637064029

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল