Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা: কালাম হাবিব




রক্তের গ্রুপ

সমাজে হিংসা বিদ্বেষ ভুলে,
রক্ত প্রতিবাদের সুর তুলে,
উচ্চ কন্ঠে কয়,
মানবতা করলাম আমি জয়!
কি হিন্দু, কি মুসলিম, কিবা  শিখ, জৈন,
কিবা ইহুদি, বোদ্ধ, খ্রিস্টান।
সকলেই একই তীরের নিশান,
সকলের মিলন তিথি,
লোহিত সাগরে ইতি-
ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা মহরম,
আর দুর্গা, কালি কিংবা সরস্বতীর সর8গম।
হোক না আরও হাজারো রীতি,
লোহিত সাগর সকলের মিলন তিথি।।
রক্তের গ্রুপ এবার বলে হায় হায়!
হে মালিক আমি কি তার জাত পায়?
তুমি কি যে বলো মালিক  হার রোজ,
সমাজে ভার হয় নাস্তিকতার বোঝ!
তুমি কি জানোনা তোমার গুণ?
কেন ঘোরাঘুরি করো নাস্তিকতার পাছে?
তোমারও তো কত গুলো দল আছে!
তোমারও তো একটি শ্রেষ্ঠ গ্রুপ আছে!

"পূর্নিমার জ্যোৎস্না"


জন্ম তিথিতে আপ্লুত হয়ে দ্যুলোক দৃশ্যে;
এক এক করে বেশ কয়েক দিবসব্যাপী জুড়ে
ঘানি টেনে,পুলকিত করে আমায় দিচ্ছিলে কিরণ।
হস্ত আমার ধেয়েছিল করতে তোমায় গ্রাস;
কি জানি কীসের বাধাই বেকে গেছি।
তবে অমাবস্যার সনে দৃষ্টি অন্ধই ছিল,
তাকাইনিও ওই খগ পটে।
যবে হতে এক এক করে নিশীথ প্রহরে ;
কোলাহল করে ওঠেছিলো এক গুচ্ছ আশা নিয়ে।
মাথার ওপর আবরিত করেছিল জ্যোৎস্নার ধবধবে ডানা।
তাকাতেও চেয়েছিলাম তোমার ওই সুবিশাল অম্বর পানে।
যদিও ওই শুভক্ষণে দৃষ্টির পলক স্থির থাকেনি;
পড়ে গিয়েছিল ঝলমলে জ্যোৎস্নার কিরণ হতে।
কিন্তু যেদিন আমি চোখ কে উপহার দিয়েছিলাম!
আনন্দে মত্ত হয়ে এক আশার বোঝা শিরে তুলে।
ওই জ্যোৎস্নার কিরণ রাশি সদরে গ্রহণ করে নেবো বলে,
কিন্তু, দিশেহারা 'সাহারা' প্রান্তরে চিকচিক করে বেদনাহত হয়ে থাকলো কণা;
সবিতার নিদারুণ কর্মে।
আমার মনে পূর্ণিমা হয়ে আসবে ভেবেছিলাম।
ভাবনায় পাহাড় সম বাঁধ গড়ে,
অজান্তেই হয়ে গেলে অন্ধ অমাবস্যা।
দৃষ্টি আবারও পড়লো ভূতলে;
একটি শব্দ ধ্বনিত হয়ে ------
জ্যোৎস্না তুমি কি আসবেনা আামর মনকে
পূর্ণিমার চন্দ্রে আলোকিত করতে?

"ফুল"


আমি কুঁড়ি, নেই আমার পানে ওই কর্মীর আগমন।
ভেবেছিলাম ফুটবো না, শুনবো না ওই ভ্রমর গুঞ্জন।
পূরণ করবোনাও রাণীর অতলান্ত আশা সকল।
খাবো নাও কর্মীর ওই বিষাক্ত হুলের ফোটা।
কিন্তু কোন কিছুই দমাতে পারলনা আমায়!
মহান স্রষ্টার দেওয়া অমৃত সুধার তেজ্বে
বশীভূত হয়ে জাগতে হল ভ্রমর রাজ্যে;
উন্মুক্ত গননে, উন্মুক্ত পবনে, স্বচ্ছ তপনে।
আমি কুঁড়িতে ভুলেছিলাম আমার কামনা ভোগ;
আমার আপামর সঙ্গীর পরাগযোগ।
কর্মীর ওই বিষাক্ত হুলের ফোটা
আমার জীবনের নতুন ভাবনায় ছোটা।
একের পর এক সঙ্গী মিলন,
প্রস্তুত হওয়া জীবন সৃষ্টি করে ওই বিষাক্ত হুল;
যা আমার নতুন আদলের উদ্বোধন।


নয়ন


ও নয়ন তুমি আমার দর্শনের মনীষা।
তুমি আমার জীবন,অনুপ্রেরণার দিশা।
আমার সানে, নিষ্ঠবানে থাকো যদি দীপ্ত।
কাটিয়ে দেবো সকল বাধা, হবোনা ক্ষিপ্ত।
আসুক যতোই তন্দ্রা, যাবনা নিদ্রা,
কোন কঠিন সংকেত পেলে।
কাটিয়ে ওঠবো সকল বাধা,
তোমায় আমি মেলে।
ও আমার চলার সাথি,
ও তুমি আলোক বাতি,
সেতো আমার মহান রবের দান।
কভু সইবো না, কভু বইবো না,
কভু দেখবো না,কভু হইতে দেবো না,
সেই আমার মহান রবের অপমান।
আমি চায় তুমি থাকো হয়ে তীক্ষ্ণ ইশা।
ও আমার জীবনের তিশা,
ও আমার দর্শনের মনীষা।
                

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক