কবিতা ।। সুমন দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। সুমন দাস

 "মানবিকতা" 


আজ মানবিকতা মরণ শয্যায় শায়িত 
নিষ্ঠুরতায় নিপীড়নে প্রেম মানবিক 
ধর্মে মানবিকতা একদা গুঞ্জন গায়িত 
কয়েকদিনে অনিবার্য মৃত্যু স্বাভাবিক। 

স্বার্থপর মানব আপন স্বার্থ খোঁজে 
শরীরের ভিতর জন্ম প্রেম ভিন্ন 
মানবিকতা অযত্নে পাঁকে মুখ গোঁজে 
লালিত হিংসা সব করে ছিন্ন। 

বিচক্ষণ প্রাণী কাপুরুষ ভীরু 
মানবিকতার প্রলেপ মেখে সমাজ 
মিথ্যে অহংকার সব ডাকাত হীরু 
আবৃত করে হিংসার কাজ। 

সমগ্র দেশে কত ভিন্ন পদ 
সাহায্য বৃত্তি হারিয়েছে ক্ষমতা 
মানবিকতার বড় বিপদ 
ঘুষ আসীন সিংহাসনচ্যুত মমতা। 

স্বপ্ন লাখ তাসের ঘর 
নীতির রাজা জোয়ার ভাটায় 
ঈশ্বর দাও কর্পদক বর 
প্রশমিত হোক চলা হাঁটায়। 

মারামারি দাঙ্গা পৃথিবীর বুকে 
সদাই ছুটছে পাশবিক মানুষ 
মানব কোণে ভ্রম ঢুকে 
মানবিকতা আজ সত্যি ফানুস। 

ঐক্য চায় ঐক্য বৈষম্য ভুলে 
মানবিকতার হোক পুনরুজ্জীবন 
মধুর সুরে নয় তীক্ষ্ণ হুলে 
শরীরে ধ্বংস বিষ করিয়ে সেবন।।

"মানসকন্যা"

উষ্ণ হৃদয়ে 
ধরিয়ে দিলে আগুন 
গ্রীষ্মের দাবদাহে অশান্তি 
যেমন ঝড়ায় ফাগুন। 

ক্লিয়োপেট্রা মুখমণ্ডলে 
আর্কষণ শ্রেষ্ঠ বলে 
বিক্ষিপ্ত করলে চেতন 
সহজ মায়ার ছলে। 

চেতন অবচেতনে তখন 
মুখের ছায়া 
বুক ফাটে মুখ ফাটে না 
কি ভীষণ মায়া। 

লজ্জামাখা অধরে 
স্নিগ্ধ শশীর হাসি 
অভিসারে হৃদয় কয় 
তোমায় ভালবাসি। 

ও হৃদয়বল্লভা তুমি 
হৃদ করেছ চুরি 
জেনেও অচেতন 
একটা ভয়ে মরি।।

==============

কলমে- সুমন দাস 
ঠিকানা- গ্রাম+পোস্ট- বড়বেলুন 
জেলা- পূর্ব বর্ধমান 
থানা- ভাতাড় 
পিন- ৭১৩১২৫ 
মো- ৬২৯৬৪২৩৯৫৫
ইমেইল- sd885582@gmail.com