আবদুস সালাম এর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

আবদুস সালাম এর কবিতা





  অলীক রঙের বিশ্বাস



  ভালোই ছিলো মর্মরিত পৃথিবীর অভিমানী রঙ
কাক রঙের ফুটপাতবাসীরা ঘুম পাড়তো নিশ্চিন্তে
আদিম পুরুষ পুরুষীরা পেতো শীতসূর্য আদর 
সাদা রঙের বিশ্বাসী চাঁদ এতে ক্লান্ত হয়নি কখনো


 ফুটপাত রঙের উল্লাস বাসা বাঁধলো পাড়ায়
ক্লান্ত বেদনারা এখন  অবিশ্বাসের অচ্ছুত স্বপ্ন দ‍্যাখে 
আঁধার সম্প্রদায় অবিশ্বাস   নিয়ে খেলে রক্তহোলি 
ক্ষুধার রঙে লেখা হয় মৃত্যুর পরোয়ানা
সারি সারি  মৃত্যু  তখন সনাতন বাঁশি বাজায়

আমাদের বিশ্বাস রক্তাক্ত হয়
বেরিয়ে আসে ধূসর বর্ণের হিংস্র নখ
অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছোটে
কেঁপে  ওঠে সান্ধ্য জীবন

অলীক বিশ্বাসের সিঁড়ি দিয়ে হাঁটেন অলীক ঈশ্বর

পিরামিড যুগ থেকে   ঝরছে রক্ত
সভ‍্যতা মুখ ঢাকছে লজ্জায়
অন্ধকার পৃথিবীর রাস্তায় শুয়ে আছে ধর্মমানব
বিশ্বাস রঙের সভ‍্যতার আজ কঠিন অসুখ
ক্ষমাহীন অবিশ্বাস নিয়েই আমরা মরে যাবো একদিন

সূর্য ঘোড়া টগবগ করে ছুটছে
পিছন পিছন ধাওয়া করছে  কুয়াশা
 দুরন্তঘোড়ার ক্ষুরে থেঁতলে যায় মলিন ইতিহাস
  হিংস্র সাম্রাজ্য  জুড়ে আসে প্লাবন
ভেসে যায় ইতিহাসের মাঠ ঘাট শহর বন্দর
 ###

এন আর সি


আমরা বাঁচার জন্য ছুটে চলেছি এক পৃথিবী থেকে অন্য পৃথিবী

দিন দিন  এ বাঁচা যেন অন্য বাঁচা
বাঁচার রাস্তা খুঁজে চলেছি কাঁটা তারের ধারে

দূর্গা মা কালী মার পূজায় চাঁদা দিই সাধ‍্যমতো
 সময় হলে পাঁচ ওয়াক্ত নামাজ ও পড়ে নিই প‍্যান্ডেল এর ধারে 


আমরা মুখ‍্যসুখ‍্য মানুষ অতশত কি বুঝি এন আর সি না কি------

###

আবদুস সালাম
প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল‍্যান্ড
 ডাক রঘুনাথগঞ্জ  মুর্শিদাবাদ 742225
9734332656