কবিতা।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা।। দুলাল সুর

       জীবন জানালা  


মাটির দাওয়ায় খেজুরের চাটাই
খড়ের চালা, হোগলার বেড়া
মুষলধারা বৃষ্টির ছাঁটে
হৃদয়ের জানালা রেখেছি খোলা।

ঝিরিঝিরি, টুপটাপ, কখনও বা জোরে
রঙিন প্রভাত গড়িয়ে বিকেল-সন্ধ্যে
ঝাপসা দৃষ্টির মাঝে রামধনু রঙে
জল থৈ থৈ গ্রামের সব রাস্তা ঘাটে।

সোনা, কুনো, গেছো ব্যাঙের দল
আনন্দে ধরেছে গান ঘ্যাঙর ঘ্যাঙ
পাখনা ঝেড়ে অবিরত হাঁসেরা জলে
কাটছে সাঁতার, প্যাক প্যাক ডাকে মহা উল্লাস

চতুর্দিকে গুরু গম্ভীর বজ্রের গর্জন
আঁধার কালো মেঘের রাশি চুপি চুপি কথা বলে
বৃষ্টিধারা গায়ে মেখে চাতক পাখি আকাশপানে
সারিবদ্ধভাবে পাক খায় মহা উৎফুল্লে।

মেঘ গুরগুর রিমঝিম ঝিম বাদলা দিনে
স্বপ্নের খেয়ায় মন ভেসে যায় অচিনপুরে
তোমার বিরহ যন্ত্রণা শরীর জুড়ে ডানা ঝাঁপটায় ভাঙা ঘরে
উন্মুক্ত জীবন জানালায়, স্তব্ধ নিরালায় প্রহর গুনি তোমার প্রতীক্ষাতে।
***************************************** 
-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                   
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,          
     Mobile + Whatsapp – 8777624513