কবিতা : সোহিনী সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : সোহিনী সামন্ত

পুতুলখেলা

রাতে আচমকা বৃষ্টি এসে মনে ঝড় তুলে যায়,
ঝড়ের সমাজে পুতুলখেলার ঠুনকো অবয়েব রেখে যায়।
নবপ্রভাতের আশায় মনভরা উদ্দীপনা বেড়ে চলে ,
নতুন যুগের আগমনের খাতিরে, তবু আগ্রাসী
উন্নত জীবরা স্বার্থপরের মতন, যুক্ত নিরন্তর আবেগে...
কেউ পুতুল নয়...পুতুল হতে চায় না।
হাতে সুতো বেঁধে খেলার খিলাড়ী আক্রোশের,
সাথে এগিয়ে এলোও, মূর্ছা যাবে না নিরীহ
অবুজ ব্যক্তিত্বর দল...তারা উঠে দাঁড়াবেই...
সকল ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ হবে নতুন কালের পরিধিতে,
গোলাকার পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘুরে যাবে,
সকল খেলার শেষ পরিধিতে।


=============
সোহিনী সামন্ত
শ্যামনগর ২৪ পরগণা উত্তর