পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৫তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩০ জুলাই ২০২৩

ছবি
 সূচিপত্র শ্রাবণ সংখ্যার জন্য একটি প্রবন্ধ ।। কবিতায় বর্ষা যাপন ।। শংকর ব্রহ্ম তিনটি কবিতা ।। নিমাই জানা কবিতা ।। অরণ্যকন্যা ।। অরিন্দম চট্টোপাধ্যায় ছড়া ।। শ্রাবণের গান ।। দীনেশ সরকার দ্বিভাষিক কবিতা বিষয়ক কিছু কথা ।। রণেশ রায় ছড়া ।। যায় আর আসে ।। বদরুল বোরহান কবিতা ।। আকাশ থমকে গেছে ।। সুনন্দ মন্ডল কবিতা ।। ভিখারী ।। জয়িতা চট্টোপাধ্যায় গল্প ।। সন্তান ।। প্রণব কুমার চক্রবর্তী ছড়া ।। যখন থাকি একা ।। মানস চক্রবর্তী ছোটগল্প ।। চোখের আলোয় চেয়ে ।। সৌমেন দেবনাথ দুটি কবিতা ।। মহাজিস মণ্ডল কবিতা ।। পাথর ।। তন্ময় দেবনাথ কবিতা ।। বাস্তবতার ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর কবিতা ।। ফাঁসজাল ।। বিবেকানন্দ নস্কর ছড়া ।। গুঁতোগুঁতি ।। বদ্রীনাথ পাল ছড়া ।। ঠিক তালে ।। কার্ত্তিক মণ্ডল কবিতা ।। অভাগা ।। নিরঞ্জন মণ্ডল কবিতায় নদিয়া-কথা ।। সবিতা বিশ্বাস কবিতা ।। গানের গুঁতোয় ।। গোবিন্দ মোদক তিনটি কবিতা ।। সুশান্ত সেন কবিতা ।। সুর পরিবর্তন ।। নিবেদিতা দে কবিতা ।। বটবৃক্ষ কাহিনি ।। তীর্থঙ্কর সুমিত গল্প ।। জীবন দান ।। মিঠুন মুখার্জী কবিতা ।। তোমাকে ।। গৌতম স

শ্রাবণ সংখ্যার জন্য একটি প্রবন্ধ ।। কবিতায় বর্ষা যাপন ।। শংকর ব্রহ্ম

ছবি
কবিতায় বর্ষাযাপন  শংকর ব্রহ্ম ------------------------------------- --------------------------- --------------------------- ষড়ঋতুর বৈচিত্রে,বাংলাদেশে বর্ষা যেভাবে কিশোরী লাবণ্যে জেগে থাকে,আর কোন ঋতুতে তেমনিভাবে থাকে না।বর্ষা নিয়ে বাংলা সাহিত্যে যত রূপে ও যত আঙ্গিকে লেখা হয়েছে, আর কোন ঋতু নিয়ে ততটা হয়নি।                  বর্ষার স্নিগ্ধ লাবণ্যময় পরিবেশে কবিদের হৃদয় উদ্বেল হয়ে উঠেছে যুগে-যুগে । মায়াময় অলকাপুরীতে কবি মন বারবার ছুটে গেছে।                                 বর্ষায় কবি-মন যেন নেচে ওঠে ময়ূরের মতোন। পেখম তুলে নেচে ওঠে অদম্য এক যৌবন স্পর্ধায়। শব্দে, বাক্যে, ছন্দে, তালে, রূপ-রস-গন্ধ মিলিয়ে ব্যক্ত করেন দৃষ্টিগত রূপের বৈচিত্র্য। সৃষ্টি করেন বর্ষার অপরূপ রূপকে নিয়ে শব্দের এক অনন্য নৃত্যকলা। কবি তার কবিতায় একবার বৃষ্টির ফুল কুড়ান তো, আবার মেঘের মালা গাঁথেন। একটু পরই আবার মেঘের আড়ালে উকি দেয়া সূর্য কবিকে নিয়ে চলে যান ঝিলের কাছে, বিলের কাছে, কলসি কাঁখে রমণীর রমণীয় ঘাঁটের কাছে। কবি সে রূপে বিমোহিত হয়ে,তাকে উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা। বাংলার কবিরা প্রায় সকলেই বর্ষাকে নিয়ে একাধিক

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪