কবিতা ।। গানের গুঁতোয় ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। গানের গুঁতোয় ।। গোবিন্দ মোদক

 

গানের গুঁতোয়

গোবিন্দ মোদক


আমাদের পাড়ার রফি-কণ্ঠী রোজ সকাল সাঁঝে, 

তেড়ে-ফুঁড়ে রেওয়াজ করে আর হেব্বি গলা ভাঁজে!

তার গলা-ভাঁজার চোটে পাড়ার ষণ্ডা ষাঁড়,

পালিয়ে গেল ভিন্ন পাড়ায় হলো পগারপার! 


কিশোরকন্ঠীও ছিল একজন যখন রেওয়াজ করে, 

আশেপাশের বাড়িগুলো কাঁপে গলার স্বরে! 

ঘেউ ঘেউ ঘেউ কুকুরগুলো পালিয়ে যায় ছুটে,

পাঁচু গোয়ালার দেওয়াল থেকে খসে পড়ে ঘুঁটে!


আর এক মহিলা লতাকন্ঠী যখনই গায় গান, 

সারা পাড়ার লোকে কাঁপে — ওষ্ঠাগত প্রাণ!

গানের গুঁতোয় পাড়ার যতো মেনি-হুলো ছিলো,

দলে দলে পাড়া থেকে সবাই বিদায় নিলো!


আর এক ছেলে তারস্বরে ব্যান্ডের গান গায়, 

পাড়ার যতো বুড়ো-বুড়ি করে হায়! হায়!!

সেইসঙ্গে ডাস্টবিনের কাকগুলো সব ওড়ে,

ভীষণরকম চেঁচায় তারা কা-কা-কা করে।


এমন পাড়ায় থাকা হলো বিষম রকম দায়, 

চাইলেও বাড়ি বিকোচ্ছে না করি কি উপায়! 

তাই বলছি অতি অল্প দামে বেচে দেবো বাড়ি,

কিনতে চাইলে যোগাযোগ করবেন তাড়াতাড়ি!!


=============================


গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


No comments:

Post a Comment