কবিতায় নদিয়া-কথা ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতায় নদিয়া-কথা ।। সবিতা বিশ্বাস

নদিয়া আমার

সবিতা বিশ্বাস

 
মদন মোহন, চৈতন্য মহাপ্রভুর নদিয়া আমার
"শিবনিবাস তুল্য কাশী, ধন্য নদী কঙ্কনা |"
মহারাজ কৃষ্ণচন্দ্রের নদীয়ার গৌরব গাঁথা
জানে ভারতবাসী, বিশ্ববাসী সব জনা
 
মহাকবি কৃত্তিবাসের নদিয়া আমার
গঙ্গাতীরে শ্রী পঞ্চমী পুণ্য মাঘ্মাস
রামায়ণ রচয়িতা রাজপন্ডিত জন্মিলেন
বনমালী পুত্র ফুলিয়ার মুখটি কৃত্তিবাস
 
কর্ণেল সুরেশ বিশ্বাসের নদিয়া আমার
"আয়ুরারোগ্য্ং বিজয়ং দেহি দেবি নমস্তুতে
রূপং দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে |"
প্রতিষ্ঠিত হলেন মা ভগবতি ভবানন্দ হস্তে
 
"সাহেব বিবি গোলাম" খ্যাত বিমল মিত্রের নদিয়া আমার
কৃষ্ণনগরের মাটির পুতুল, সরপুরিয়া সরভাজা আরো
বৃন্দাবনি ময়ূর পাড়ের শান্তিপুরী শাড়ি ফুলিয়ার ধুতি
ডি. এল. রায়, বিজয়্লাল, সৌমিত্র, সুধীর হতে পারে কারো?
 
নীল বিদ্রোহের বসন্ত বিশ্বাসের নদিয়া আমার
কীর্তন, বোলান, টুসু, বালাকি, ঝাপান, মামুণ বাউলের গান
রাস উত্সব, লালন মেলা, কল্যানী সতীমায়ের থান
সব আমার দুনিয়াদারি জুড়ায় আমাদের মন প্রাণ
 
সৃষ্টি, কৃষ্টি, ভালোবাসা মসজিদ মন্দিরের নদিয়া আমার
মেরির কোলে ছোট্ট যীশু সেও আমাদের জান
নদিয়া ভাগ হবেনা কিছুতেই, হবেনা হৃদয় টুকরো
জাগো নদিয়া জাগো, রুখে দাঁড়াও, বাঁচাও নদিয়ার মান |


           ---------

  

  

 

Sabita Ray Biswas

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha                          

Kolkata 700079


 

No comments:

Post a Comment