পোস্টগুলি

৩২তম সংখ্যা: কার্তিক ১৪২৭ অক্টোবর 2020 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গল্প।। মিথ‍্যে বসত ।। আবদুস সালাম

ছবি
 মিথ‍্যে বসত  আবদুস সালাম    একটা বোমা যেমন নিমেষে বদলে দিয়েছিল হিরো সীমার মানচিত্র । সরাসরিভাবে সরকারি আ‍্যকাউন্ট থেকে নাকি টাকা উধাও। তিনি নাকি টাকা তশ্রুপ করেছেন।  তেমনি নবীন বাবুর তিরিশ বছরের চাকরি জীবনের সব সুনাম যেন ধুলায় মিশে গিয়েছে।সবার মুখে তুবড়ি র মতো ফুটে চলেছে একথা সেকথা ।উথাল পাথাল ঝড়। সারা শরীর বেয়ে নেমে আসছে ঘাম। মাথা ঝিমঝিম করছে। ভরা শীতের দিনে যখন সবাই দুটো করে সোয়েটার পড়তে চাইছে তখন নবীন বাবুর এক নাগাড়ে ঘেমে চলেছেন। চোখ মুখ দিয়ে ধোঁয়া বেরুচ্ছে।  " দীর্ঘ বিশ বছর যাদের সাথে ঘর করলাম।যারা আমার সব সময়ের ঝড়ঝঞ্ঝা র  সঙ্গী, তাদের মুখে এই কথা ।  তাহলে কি ওদের সাথে মিথ্যের দেওয়াল সাজিয়ে বসত গড়লাম ।"  কিছুতেই বুঝে আনতে পারছিলেন না নবীন বাবুর। মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে গেলে এক্ষুনি ঢুকে পড়বেন।      কয়েক জন সহকর্মী আর গ্রামের কিছু লোকদের জড়ো করে চলছে তার শ্রাদ্ধ পর্ব। বসেছে বিচার সভা। লোকের মুখে তো আর লাগাম নেই ।যে নেতারা এতদিন ধারে কাছে আসতে পারতো না তারা আজ সুযোগ পেয়ে গেছে। বিভিন্ন জন ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত মন্তব্য। তুবড়ির আলোয় ঝলসে যাচ্ছে মুখ।  

নবপ্রভাত ৩২ : প্রচ্ছদ ও সূচিপত্র

ছবি
সূচিপত্র মাদুর, ডোকরা, পুতুল, পট ও মুখোশ-শিল্প প্রসঙ্গে ।। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়  নারী বিষয়ক নিবন্ধ ।। বনশ্রী রায় দাস শ্রদ্ধাঞ্জলি - করুণাময়ী ফ্লোরেনস ।। আনন্দময়ী মুখোপাধ্যায়. নারীপাচার কেন? ।। নিবন্ধ ।। শেফালী সর কবিতা ।। স্বপ্ন ।। মুহা আকমাল হোসেন  দুটি কবিতা ।। তুষার ভট্টাচার্য কবিতা // বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তিনটি কবিতা ।। দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী মুক্তগদ‍্য ।। সোমনাথ বেনিয়া ছোটগল্প।। শিকার ।। অলোক দাস ছড়া ।। টুম্পা মিত্র সরকার স্মৃতিগদ্য // সুবীর ঘোষ ছড়া // রিয়াদ হায়দার রবীন বসুর কবিতা কবিতা // ইন্দ্রাণী পাল কবিতা ।। সম্পা পাল কবিতা ।। সুমনা ভট্টাচার্য্য ছোটগল্প - সুরাইয়া ।। বিশ্বনাথ প্রামানিক গল্প ।। মৌসুমী দত্ত ভ্রমণকাহিনি ।। ছবি গ্রাম -- রিকিসাম ।। সঞ্জীব রাহা কবিতা // উত্তমকুমার পুরকাইত লেখক- রোনক ব্যানার্জী,বিষয়-কবিতা (শারদ সংখ্যার জন... কবিতা ।। সুনন্দ মন্ডল ছড়া // সুব্রত দাস কবিতা ।। জীবনকুমার সরকার গল্প ।। শ্রাবনী রায় ।। গল্প // মৌসোনা দাস কবিতা // সাগর বর্মন অভিজিৎ দাসকর্মকার ।। কবিতা বেদ - এর ধর্ম ও আদর্শের সন্ধানে ।। লক্ষ্মী নন্দী ছড়া // খগপতি ব

মাদুর, ডোকরা, পুতুল, পট ও মুখোশ-শিল্প প্রসঙ্গে ।। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

ছবি
হারিয়ে যাওয়া শিল্প : মাদুর, ডোকরা, পুতুল, পট, মুখোশ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় শীত আসছে । কনকনে ঠান্ডায় দুপুরবেলা ছাদে মাদুর পেতে কমলালেবু খাওয়ার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে । লোডশডিংয়ের রাত্রে এই মাদুর পেতে ভাই বোনদের লুডো খেলা আর ঝাল মুড়ি খাওয়া । করোনা ভাইরাসের তাণ্ডবে যখন চারিদিকে লক ডাউন , তখন ফিরে এলো পুরোনো সেই দিনের কথা গুলি । দরকারের সময় কিছুই পাওয়া যায়না । বাড়িতে একটিও মাদুর , সত্রঞ্চি নেই । অগ্যতা ই    -কমার্সের   মাধ্যমে মাদুর কিনতে গিয়ে সাক্ষাৎকার হলো নানান ধরনের মাদুরের সাথে । গুণাগুণ বিচার করতে গিয়ে বুঝতে পারলাম , যে এতদিন নিজের বাংলা কে জানার   চেষ্টা   টুকু করিনি । কত বাহারি মাদুর বাজারে পাওয়া যায় । গভীর ভাবে ভাবিনি যে মাদুর , মোড়া   বানাতে   কত নিপুণতা লাগে । আজ যখন শৈশব কে পেছনে ফেলে এগিয়ে এসেছি অনেক দূর , তখন শৈশবে   ফিরিয়ে দেয় এই ছোটো ছোটো জিনিসগুলি।   আমফানের দাপটে   চারিদিক বিধ্বস্ত হয়ে গেছিলো । বিদ্যুৎ , জল , মোবাইল পর

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪