রুদ্রর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

রুদ্রর দুটি কবিতা

রুদ্রর দুটি কবিতা


বৃষ্টি যখন... 

তুমি বলেছিলে বর্ষা মানেই রোমান্টিকতা। 

আমি জানি বর্ষা মানে নোনাজল চোখ, 

বালির গায়ে নুড়ি মিশে যাওয়া ইতিহাস। 

একটা সময় ছিল যখন ছাতা নিয়ে পাল্টাপাল্টি  করতাম… 
আর এখন ছাতার নিচে একাই হাঁটি। 
কখনও জিজ্ঞেস করো না কেমন আছি বর্ষায়। 
বর্ষা যখন নামে না, 
তখন ভেতরের জলে বন্যা আসে। 
আমার অন্তঃকর্ণের মধ্যে বাজে মেঘের গর্জন, 
আর কোনো গান নয়, 
শুধু একটাই কথা— "তুমি ফিরে আসো না কেন?" 



জলপাতা 

একটা 

বৃষ্টির 
ফোঁটা 
এসে 
চুপিচুপি 
পাতার 
গায়ে 
লিখে 
দেয় 
তোমার 
নাম। 
আমি 
পড়তে 
গিয়েই 
দেখি— 
পাতাটা 
ঝরে 
গেছে। 


==============
PRANAB KUMAR KUNDU (RUDRA)
VILL- VIVEKANANDA PALLY
PO+PS- GAZOLE, DIST- MALDA
PIN- 732124, WB

No comments:

Post a Comment