কবিতা ।। ভারত ও ধর্মনিরপেক্ষতা ।। শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। ভারত ও ধর্মনিরপেক্ষতা ।। শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী

ভারত ও ধর্মনিরপেক্ষতা

শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী



উন্নয়নকে মাথায় রেখে আজ আমরা যন্ত্র।
ভুলেছি আমরা বেঁচে থাকা, ভালো থাকার মন্ত্র
স্বভাবে আমরা হিংস্র আর উত্তেজনায় ভরপুর
স্মার্টফোন হাতে ব্যস্ত আর সেকুলারিজমকে দূর দূর!

যুদ্ধবিরতি অনেকে মানেনি, এমনই তাদের ভাবনা!
যুদ্ধ হলে সবাই ভুগবে, জানো না যুদ্ধ-যাতনা?
প্রতিবেশী দেশ দ্বিজাতিতত্ত্বের বিষ ছড়াচ্ছে আকাশে।
কাঁটাতার পার করে সে বিষ যেন না ভাসে এ বাতাসে।

অন্ধ জাতীয়তাবাদ গ্রাস করে যদি দেশপ্রেমের সত্তা...
সেকুলারিজমকে আমরা যদি করে ফেলি আজ হত্যা...
মানবিকতার মৃতদেহ কাঁধে যন্ত্রগুলো চলবে।
ভারতজুড়ে নেক্রোপলিস অচিরে রচনা করবে।

===============

Sharmistha Mitra Paul Chowdhury 
225 Rifle Club Road 
1 E Rifle Tower 
Bansdroni 
Kolkata 700070

No comments:

Post a Comment