কবিতা ।। বাসনা ।। আশীষ কুমার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। বাসনা ।। আশীষ কুমার বিশ্বাস

বাসনা  

আশীষ  কুমার  বিশ্বাস


গচ্ছিত বর্তমান
বাসনা মজলিস যৌবনে

লেখাজোখার হিসাব মিথ্যা
শতাব্দীর প্রাচীন প্রেম !

শম্বুক গতি লোলুপতা তিনকাল
আশনাই আশা আষ্টে পৃষ্ঠে ।

নিতম্ব তন্দ্রাবেশ 
নেশাখোর রা বহুদূর পর্যন্ত বিস্তিত ।

অভ্যাস  অমানিশার অঙ্গণে
নগ্ন উদ্যম খাদকে দৃষ্টি ।

ছোঁক ছোঁক  অবগুণ্ঠন
পরিত্রাণ মুলতুবি !

  

No comments:

Post a Comment