জিজ্ঞাসা
মোঃ আব্দুল রহমান
রাত পাড়ি দিচ্ছে
দিন কেবল পাহারা দিচ্ছে
তবুও অন্ধের বিচলিত মন
মরা চাঁদের আলোয় কাঁপছে।
উঁচু উঁচু পাথর
নতুন শহর, নতুন সভ্যতার ছোঁয়া
উঁচু ইমারতের দালান
ঝুলছে ধরণির বুকে
জাতি আছে কেবল জনতাহীন!
কেন?
কেন এমনটা কেউ বলতে পারবে?
আমি চিল হতে চাই
আমিও আকাশ ছুঁতে চাই
পথের পাশে নর্দমার জল আর খেতে নয়।
=====================
মোঃ আব্দুল রহমান ( শিক্ষক )
বহরমপুর, মুর্শিদাবাদ
পিনকোড - ৭৪২১৬৫
No comments:
Post a Comment